|

গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে উপ-নির্বাচনের প্রতীক বরাদ্দ

প্রকাশিতঃ ৩:১৪ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ২৬, ২০১৮

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা:

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) শুন্য আসনে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শনিবার দুপুরে গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত আফরোজা বারী (নৌকা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি (লাঙল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) জিয়া জামান খাঁন (আম) ও গণফ্রন্টের শরিফুল ইসলাম (মাছ) প্রতীক পেয়েছেন।

রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার জি.এম সাহাতাব উদ্দিন প্রতীক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্ধারিত দিনে চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। তবে সব প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

আগামী ১৩ই মার্চ এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সুন্দরগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১৫ ইউনিয়নের ভোটার ১০৯ কেন্দ্রে তাদের ভোটারধিকার প্রয়োগ করবেন।

দেখা হয়েছে: 380
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪