|

গোবিন্দগঞ্জে ৪ লক্ষাধিক টাকার সরকারী গাছ নিধন

প্রকাশিতঃ ১২:২৮ পূর্বাহ্ন | মার্চ ১৮, ২০১৮

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফুলবাড়ী ইউনিয়নের দিক দাইর গ্রামে নির্বিচারে ৪ লক্ষাধিক টাকার সরকারী গাছ নিধন করছে স্থানীয় প্রভাবশালী সহকারী শিক্ষক আব্দুল মান্নান।

এলাকাবাসী সূত্রে জানা গেছে,উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের দিকদাইর-নাছাই কোচাই দুটি সড়কের প্রায় ৩ শতাধিক ইউক্লিপটার সরকারী গাছ গ্রামের মজিবুর রহমান মজি শেখের ছেলে স্থানীয় প্রভাবশালী সহকারী শিক্ষক আব্দুল মান্নান শেখ কোন রকম টেন্ডার পক্রিয়া ছাড়াই ৪ লক্ষ টাকা মূল্যে কর্তন করে বিক্রি করে।

অবশ্য গাছ কাটতে আসা লোকজন আড়াই লাখ টাকা গাছ বিক্রি হয়েছে বলে স্বীকার করে।এ বিষয়ে ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা জানান,কোন প্রকার টেন্ডার ছাড়াই ইউনিয়ন পরিষদের আইন কানুনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে স্থানীয় প্রভাবশালী আব্দুল মান্নান শেখ গাছ রাস্তার গাছগুলি বিক্রি করেছে। যা সম্পূর্ন অবৈধ।

গতকাল দুপুরে এ অবৈধ পক্রিয়ায় গাছ কর্তনের অভিযোগ পেয়ে এ এস আই রফিকের নেতৃত্বে পুলিশ ফোর্স উক্ত স্থানে যান। এবং নামে মাত্র ৪২ পিছ গাছের গুল জব্দ করে স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালামের জিম্মায় দিলেও নব নির্মিত ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সন্মূখে রাখা আরও অন্তত ১০০পিছ বড় গাছের গুল তা জব্দ তালিকায় অন্তর্ভূক্ত করা হয়নি।

এ বিষয়ে আব্দুল মান্নান মাষ্টার জানান,গাছ কর্তন পক্রিয়া অবৈধ হলেও সবাইকে ম্যানেজ করে গাছ কর্তন হচ্ছে।

দেখা হয়েছে: 466
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪