|

গোদাগাড়ীর ৫ গ্রামে আলো ছড়াচ্ছে “সাফ”

প্রকাশিতঃ ৫:০১ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৫, ২০১৮

শামসুজ্জোহা বাবু, গোদাগাড়ী প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলাধিন মোহনপুর ইউনিয়নের ৫টি গ্রামে আলো ছড়াচ্ছে সোসাইটি ফর আন্ডার প্রিভিলেজড ফ্যামিলিজ (সাফ)। উপজেলার বাউটিয়া,পোতাহার, পালশা,থালিপুকুর, পোড়াপাড়া গ্রামে উন্নয়নের ছোয়ায় উন্নত আধুনিক গ্রাম হিসাবে পরিচিতি লাভ করছে।

এই গ্রাম গুলোতে আদিবাসীদের বসবাস বেশী আর এদের স্বাবলম্বী করার জন্য ২০১৪ সাল থেকে কাজ করছে সাফ। এই গ্রামের লোকেরা খুব সাধারণ কৃষক, ভূমিহীন, ও দুস্থ নারী,পুরুষের জন্য গড়ে তুলা হয়েছে বিভিন্ন কৃষি প্রকল্প। এই প্রকল্প বিভিন্ন কৃষি উপকরণ সেচ,সার ও বীজ ঋণ দেওয়া হয় বিনা সুদে ও নায্য মূলে। এই উপকরণ গুলো বাকীতে দেওয়া হয় সাধারণ কৃষকদের মাঝে।

সঠিক পদ্ধতিতে দেশী ও বিদেশী সবজি ও ফুল, ফল উৎপাদন করার জন্য দেওয়া হয় প্রশিক্ষণ। হাতেনাতে সার ও বিষ মুক্ত সবজি ফল ও ফুল উৎপদান করার জন্য তৈরী করা হয়েছে প্রদর্শনী প্লট এবং সার ও বীজ উৎপাদনের জন্য দেওয়া হয় প্রযুক্তিগত শিক্ষা। এলাকার জনগনের চিকিৎসা নিশ্চিত করার জন্য রয়েছে সার্বক্ষনিক চিকিৎসক।এলাকার কৃষকদের স্বাবলম্বী করার জন্য রয়েছে সমবায় সমিতি।

এছাড়াও এলাকাতে শিক্ষার আলো ছড়াতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। মোট ৪টি প্রকল্পের মাধ্যমে সেচ্ছায় কাজ করছে সাফ। এই প্রকল্পের সুবিধা নিয়ে সাধারণ মানুষ ও কৃষকেরা হয়ে উঠছে স্বাবলম্বী । আর জাপানি গ্রাম হিসাবে পরিচিতি লাভ করেছে এই গ্রাম গুলো। প্রথম প্রকল্পটি হচ্ছে বাউটিয়া পোড়াপাড়াতে সাড়ে ৬ বিঘা জমিতে গোড়ে উঠেছে আর্গানিক পদ্ধতিতে সার বিষ মুক্ত বিভিন্ন শাক সবজি ও ফলের চাষাবাদ। সার ও বিষ মুক্ত শাক সবজি চাষে ব্যবহার করা হচ্ছে নিজের তৈরী করা সার ও বিষ। আর সেই সার ও বিষ তৈরীর কৌশলও প্রশিক্ষণ দেওয়া হয় এখানে।

গোদাগাড়ীর ৫ গ্রামে আলো ছড়াচ্ছে “সাফ”

এছাড়াও প্রকৃতির আদ্রতা মুক্ত টিস্যু আলু উৎপাদন করা হয়। এই সকল পদ্ধতি ও প্রযুক্তি প্রশিক্ষন গ্রহণ করে কাজে লাগাচ্ছে অনেক সাধারণ কৃষক। এছাড়াও ৪ বিঘা জমিতে উৎপাদিত হচ্ছে বিভিন্ন ধরণের ফুল। এই ফুল বাজারে বিক্রি করে লভ্যাংশ ব্যয় করা হয় সাধারণ কৃষকের কল্যাণে। বরেন্দ্র মাটিতে ফুলের চাষাবাদ বৃদ্ধি করার লক্ষ্যে এই ফুলের চাষাবাদ করা হচ্ছে।

গ্লাডিয়াস, গাদা, গোলাপ, রজনীগন্ধা ও জারবেরা ফুল উৎপাদন করার জন্য তৈরী করা হয়েছে স্থায়ী পলিথিনের চালা। কারন রোদ্রে ও বৃষ্টিতে ক্ষতি না হয় এই সকল ফুলের। সাধারণ কৃষকেরা ফুল চাষে উদ্বুদ্ধ হচ্ছেন এই মনোরম ফুলের বাগান দেখে।

গোদাগাড়ীর ৫ গ্রামে আলো ছড়াচ্ছে “সাফ”

দ্বিতীয় প্রকল্প হচ্ছে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য তৈরী করা হয়েছে একটি ছোট হাসপাতাল। যেখানে সার্বক্ষনিক চিকিৎসক বিনা মূল্যে চিকিৎসা প্রদান করে এবং সপ্তাহে ২দিন ২জন মেডিসিন বিশেষজ্ঞ ২০ টাকা ভিজিটের মাধ্যমে এই এলাকার সাধারণ জনগণের চিকিৎসা সেবা প্রদান করে। বিনা লাভে নায্য মূল্যে ঔষধ ও দেওয়া হয় এই হাসপাতালে।

তৃতীয় প্রকল্প হচ্ছে সমবায় সমিতি। যার মালিক এবং সদস্য হচ্ছেন এই ৫ গ্রামের সাধারণ কৃষকের মধ্যে নারী ও পুরুষ। ৭২ জন নারী ও ৭২ জন পুরুষ এখানে মাসে ৫০ টাকা করে সঞ্চয় জমা করেন। বিনিময়ে সবাই মিলে সিদ্ধান্তক্রমে এলাকার গরিব মেধাবী শিক্ষার্থীদের পড়ার খরচ কন্যা দায়গ্রহস্থ পিতাকে এবং অসচ্ছল, অসুস্থ্য রোগীকে আর্থিক ভাবে সহযোগীতা করে থাকে। এই প্রকল্প সমিতির বিধবা ও বয়ষ্কদের ভাতাও দিয়ে থাকে। বিভিন্ন সময় কয়েক বছরের জন্য গরু,ছাগল ও ভেড়া ক্রয় করে বিনা লাভে ঋণ দিয়ে থাকে। সাধারণ কৃষকদের আর্থিক ভাবে সচ্ছল রাখতে অগ্রনী ভূমিকা রাখছে এই সমিতি।

সর্বশেষ প্রকল্পটি হচ্ছে অন্যতম যা শিক্ষার আলো ছড়াচ্ছে পুরো এলাকাতে। পোতাহার গ্রামে সাড়ে ১৭ কাঠা জমিতে গোড়ে উঠেছে একটি সুসজ্জিত আধুনিক স্কুল। এখানে শিশু শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত বিনা মূল্যে বই,খাতা,স্কুল ব্যাগ,কলম, স্কুলের পোশাক দেওয়া হয়। এমনকি পড়াশোনার জন্য কোন খরচ লাগে না এখানকার শিক্ষার্থীকে। ৫ জন দক্ষ শিক্ষক দ্বারা পাঠদান করা হয়। বর্তমানে মোট ১৯১ জন শিক্ষার্থী নিয়ে চলছে এই স্কুলটি। এতে শিক্ষার আলো পৌচ্ছে যাচ্ছে প্রতিটি ঘরে ঘরে।

সাফ প্রিহা প্রকল্প সমন্বয়কারী কে এমএম হায়দার বলেন, এই প্রকল্পটি মূলত জনকল্যানের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়ন করা। গত ২০১৪ সালের ১লা এপ্রিলে ৩ বছরের জন্য জাপানি এক দাতা সংস্থা এই প্রকল্পটি চালু করে পরে ১ বছরে জন্য মেয়াদ বাড়ানো হয়েছে। ভবিষ্যতে আরও মেয়াদ বাড়ানো হবে। এই প্রকল্পটি ভূমিহীন কৃষকদের কথা চিন্তা করে গড়ে তুলা হয়েছে। কারণ এই এলাকার জনগনের নিজস্ব কোন জমি নাই। বেশী দামে জমি বর্গা নিয়ে চাষাবাদ করে। উচ্চ ফলনশীল ও কর্মদক্ষ করে কম খরচে ফসল উৎপাদনের জন্য আমরা কাজ করছি।

গোদাগাড়ীর ৫ গ্রামে আলো ছড়াচ্ছে “সাফ”

আমরা আলোকিত আধুনিক গ্রাম হিসাবে গড়ে তোলার জন্য প্রধান সড়ক থেকে প্রায় আড়াই কিলোমিটার রাস্তা জাপানি প্রযুক্তিতে তৈরী করা হয়েছে। যাতে জনগনের চলাচল স্থায়ী ভাবে রয়ে যায়। এর সুফল ভোগ করছে এলাকার সাধারণ কৃষক।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদ নেওয়াজ বলেন, এই প্রকল্পের মাধ্যমে সাধারণ ও প্রান্তিক কৃষকেরা উপকৃত হচ্ছে। এবং উপজেলার মধ্যে এই প্রকল্পটি শ্রেষ্ঠ প্রকল্প। উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম বলেন, এই উপজেলার মাটি খুবই উর্বর ও কৃষি উপযোগী। তবে জমিতে কীটনাশক ও সার ব্যবহার করে উৎপাদন ক্ষমতা হারিয়ে যাচ্ছে।

তাই নিজস্ব কম্পোষ্ট সার ও কেচো সার এবং পচনশীল পদ্ধতিতে বিষ উৎপাদন করে কম খরচে মাটির উৎপাদন ক্ষমতা স্থায়ী করতে কাজ করছে এই প্রকল্প। কৃষকদের স্বাবলম্বী করতে বিভিন্ন দেশী বিদেশী ফসল উৎপাদনে বিশেষ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

দেখা হয়েছে: 598
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪