|

হাকিমপুরে এক ইউ পি চেয়ারম্যানের কান্ড!

প্রকাশিতঃ ১২:৪৫ অপরাহ্ন | মার্চ ১৬, ২০১৮

পিটিয়ে আহত

আলম হোসেন অলি, হিলি প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুরে এক বাসযাত্রী লাগেজ ভুল বসত অন্য যাত্রীকে দিয়ে ফেলায় এক ইউ পি চেয়ারম্যানের নির্দেশে তার পেটুয়া বাহিনীর সদস্যরা ওই বাসটির সুপারভাইজারসহ দু’হেলপারকে পিটিয়ে আহত করলেন এবং ওই লাগেজের রাখা মালামালের ক্ষতিপূরন বাবদ ৫০ হাজার টাকা আদায়ও করলেন।

আবার একই দিন অবশ্য হারিয়ে যাওয়া লাগেজটি উদ্ধারও হলো। এরপর তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত ১১ মার্চ। এর পরদিন থানায় অভিযোগ করা হলেও দোষীদের আজ শুক্রবারের মধ্য গ্রেফতার করা না হলে অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘটসহ কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা জানান।

মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের (১১৬৭) হাকিমপুরের বাংলাহিলি স্ট্যান্ড কমিটির সাধারন সম্পাদক আতাউর রহমান মিলন জানান, ঢাকা-হাকিমপুরের ডাঙ্গাপাড়া রুটে চলাচলকারি আসাদ পরিবহনের একটি বাসে ঢাকা থেকে আসা ডাঙ্গাপাড়া কাউন্টারে নামার এক যাত্রীর একটি লাগেজ হেলপার রিফাত ভুলবসত হিলিতে নামা অপর এক যাত্রীকে দিয়ে দেন। ডাঙ্গাপাড়া পৌছে লাগেজের ওই মালিক লাগেজটির খোজ না পেয়ে খট্টা মাধবপাড়া ইউ পি চেয়ারম্যান মোখলেছার রহমানের দারস্থ হন।

এরপর তিনি তার ইউ পি কার্যালয়ের এক গ্রাম পুলিশসহ তার পেটায়ো বাহিনীদ্বারা ওই বাসের সুপার ভাইজার রাজু আহম্মেদসহ দু’হেলপার রিফাত ও হৃদয়কে ধরে এনে তাদের বিরুদ্ধে লাগেজটি চুরির অভিযোগ এনে ইউ পি কার্যালয়ে তার এক ‘চর্টার সেল’ নামক এক কক্ষে আটক রেখে তার নির্দেশে তাদের উপর শারিরীক অমানসিক নির্যাতন চালানো হয়।

এরপর লাগেজে থাকা মালামালের ক্ষতি পূরন বাবদ রাজু আহম্মেদের নিকট ১০ হাজার ও পরবর্তীতে পরিবহনটির স্বত্ত্বাধিকারীর নিকট থেকে ৪০ হাজার আদায়সহ সুপার ভাইজারের ব্যবহৃত ১৪ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন নিয়ে তাদেরকে ছেড়ে দেন।

এরপর রাজু আহম্মেদ ও হৃদয়কে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরবর্তীতে হৃদয়ের অবস্থার অবনতি ঘটায় তাকে পাশ্ববর্তী জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়।

অন্যদিকে লাগেজটি যে যাত্রীর নিকট ভুলবসত গিয়েছিল তিনি একইদিন হিলি কাউন্টারে সেটি ফেরত দিয়ে যান। সুপার ভাইজার রাজু আহম্মেদ জানান, লাগেজটি উদ্ধারের জন্য তিনি চেয়ারম্যান মো. মোকলেছারের নিকট ২ দিনের সময় চেয়েছিলেন অন্যত্থায় এর উপর্যুক্ত ক্ষতি পূরণ দিবারও অঙ্গীকার করেছিলেন কিন্তু তাতেও চেয়ারম্যানের মন গলেনি।

এ ব্যাপারে বৃহস্পতিবার ইউ পি চেয়ারম্যান মো. মোকলেছার রহমানের নিকট জানতে চাইলে তিনি নির্যাতনের কথা অস্বীকার করলেও তাৎক্ষনিক শালিসের মাধ্যমে ৫০ হাজার টাকা ক্ষতি পূরন সাবস্ত করে ১০ হাজার নগদ নেয়ার কথা স্বীকার করেন।

এরপর অভিযোগ সর্ম্পকে হাকিমপুর থানা ওসি আব্দুস সবুরের নিকট জানতে চাইলে তিনি বলেন অভিযোগের তদন্ত চলছে। মিলন আরও বলেন আজ শুক্রবারের মধ্যে প্রশাসন যদি দোষীদের গ্রেফতার না করেন, তা হলে আমরা অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘটসহ কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষনা করব।

পরিশেষে দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রাব্বী হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন, লাগেজটি হারানোর বিষয়ে আমাদের নিকট অভিযোগ না করে চেয়ারম্যান মো. মোকলেছার রহমান আইন নিজের হাতে তুলে নেয়ার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবীতে আমরা হিলি মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সঙ্গে একত্বতা ঘোষনা করছি।

দেখা হয়েছে: 435
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪