|

গৃহবধুকে মধ্যযুগী কায়দায় নির্যাতন হাসপাতালে ভর্তি

প্রকাশিতঃ ১১:৪৭ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ১৮, ২০১৮

মো: কামাল হোসেন, ময়মনসিংহঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় পরকিয়া সন্দেহে এক গৃহবধূকে ঘরে আটকে রেখে দিনভর মধ্যযুগী কায়দায় নির্যাতন করার অভিযোগ উঠেছে পাশের বাড়ির অপর এক গৃহবধুর বিরুদ্ধে। পরে স্থানীয় লোকজন নির্যাতনের খবর পেয়ে ওই গৃহবধুকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ ( মমেক ) হাসপাতালের ১০ নং ওয়ার্ডে ভর্তি করেন।

শনিবার সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলার ইসলামাবাদ গ্রামের ওই গৃহবধুর উপর এমন পাশবিক নির্যাতন চালানো হয়। ওই গৃবধুর নাম সেলিনা আক্তার (৩০) সে উপজেলার ইসলাবাদ গ্রামের সোলেমান ওরফে মন্ডলের স্ত্রী বলে জানা গেছে।

গৃহবধুকে মধ্যযুগী কায়দায় নির্যাতন হাসপাতালে ভর্তি

এদিকে নির্যাতনের ঘটনার পরপরই নির্যাতনের দুটি ভিডিও ফুটেজ ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এমন পাশবিক নির্যাতনের ভিডিও দেখে সমাজের সচেতন নাগরিকরা নানা ধরনের মন্তব্যও করেছেন। আবার কেও কেও কমেন্টের মাধ্যমে প্রকাশ্যে নির্যাতিতাদের বিরুদ্ধে কঠিন শাস্তিও দাবি করেছেন। তবে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ওই গৃহবধুকে অপর এক গৃহবধু ও তার লোকজন চুল কেটে, নাকে মুখে কালি মেখে, একটি লাঠি দিয়ে রাস্তার উপর হেটে হেটে প্রকাশ্যে পিটাচ্ছে।

স্থানীয় গনমাধ্যমকর্মীরা জানায়, উপজেলার ইসলামাবাদ গ্রামে পরকিয়া সন্দেহে ওই গৃহবধূকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় পাশের বাড়ির লোকজন। পরে তাকে ঘরে আটকে রেখে দিনভর মধ্যযুগী কায়দায় নির্যাতন করে পাশের বাড়ির প্রতিবেশিরা।

আরও জানা যায়, ওই গহবধুর শরীরের স্পর্শকাতর স্থানে রক্তাত্ব যখম করে দিয়েছে। পাশাপাশি মাথার চুল কেটে দিয়েছে। পরে মুখে চুনকালি মেখে, গলায় জুতার মালা পড়িয়ে এলাকার বিভিন্ন রাস্থা গুড়িয়েছে পাশের বাড়ির অপর এক গৃহবধূ ও তার পিত্রালয়ের স্বজনরা। তবে অভিযোক্তদের নাম এখনো পাওয়া যায়নি।

গৃহবধুকে মধ্যযুগী কায়দায় নির্যাতন হাসপাতালে ভর্তি

দেখা হয়েছে: 440
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪