|

স্ত্রীর স্বীকৃতি পেতে অনশনে উধাও পরিবার

প্রকাশিতঃ ১২:৫৫ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ২১, ২০১৮

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে স্ত্রীর স্বীকৃতি পেতে স্বামীর (কলেজ ছাত্র) বাড়িতে অনশন শুরু করেছে স্ত্রী (কলেজ ছাত্রী)। কিন্তু ঘটনা ধামাচাঁপা দিয়ে ভিন্নখাতে প্রভাবিত করতে ওই কলেজ ছাত্রীকে বাড়ির বাইরে রেখে কলেজ ছাত্রের পরিবার উধাও হয়েছে।

চলতি বছরের ২০ ফেব্ররুয়ারী মঙ্গলবার তানোরের পাঁচন্দর ইউপির কৃষ্ণপুর স্কুল পাড়ায় এ ঘটনা ঘটেছে। এদিকে এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বিগত ২০১৫ সালে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নবম সেমিস্টারে অধ্যায়নরত এক ছাত্রীর সঙ্গে রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের মাস্টার্স পরীক্ষার্থী জাহাঙ্গীর আলমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। নাটোর জেলার বড়াইগ্রাম এলাকায় জনৈক ব্যক্তির কন্যা ওই কলেজ ছাত্রী আর রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউপির কৃষ্ণপুর স্কুলপাড়া গ্রামের বাসিন্দা আজাদের পুত্র জাহাঙ্গীর আলম।

এদিকে ২০১৭ সালের ৭ নভেম্বর কোর্ট এফিডেভিটের মাধ্যমে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ও রাজশাহী মহানগরীর কাজলা এলাকায় বাড়ী নিয়ে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে প্রায় তিনমাস বসবাস করেন।

এদিকে স্ত্রীর দাবি ও স্বামীর স্বীকৃতি আদায়ে অনশনে বসা ওই কলেজ ছাত্রী গণমাধ্যম কর্মীদের জানান, গত সোমবারে তার স্বামী জাহাঙ্গীর ফোন করে কৃষ্ণপুর গ্রামের বাড়িতে তাকে আসতে বলে। স্বামীর ডাকে সাড়া দিয়ে তিনি কৃষ্ণপুর গ্রামের বাড়িতে এসে উঠেন। কিন্তু জাহাঙ্গীর আলমের মামা তাকে বেধড়ক মারপিট করে বাড়ি থেকে বের করে দিয়ে তারা সকলে বাড়ি ছেড়ে উধাও হয়ে যায়। তবে তিনি এখানো তার স্বামী জাহাঙ্গীর আলমের অপেক্ষায় বাড়ির দরজা বসে অনশন করছেন এবং স্বামীর স্বীকৃতি আদায় না হওয়া পর্যন্ত তিনি অনশন অব্যাহত রাখবেন।

সরেজমিনে দেখা যায়, তানোরের পাঁচন্দর ইউপির কৃষ্ণপুর স্কুলপাড়া গ্রামে জাহাঙ্গীরের বাড়ির দরজার সামনে অনশনে বসেছে ওই কলেজ ছাত্রী তবে বাড়ির সকলে উধাও। অনশনে বসা ওই কলেজ ছাত্রী বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে মুণ্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের নুরুল ইসলাম নামের এক পুলিশ এসে তাকে ধমক দিয়ে বাড়ি ছেড়ে চলে যাবার নির্দেশ দিয়ে বলে নইলে ২৯ কেসে চালান করে দিবো তখন আর পার পাবে না।

এব্যাপারে জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার ফোন দেয়া হলেও শুধু ব্যস্ত দেখায়। এব্যাপারে জাহাঙ্গিরের মামা আফজাল হোসেন বলেন, মেয়ের চরিত্র ভালো না আমার ভাগ্নের চেহারা নায়কের মত এজন্য মেয়ে পাগল হয়ে পড়েছে।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, ঘটনা তার অজানা তবে বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখা হবে।

দেখা হয়েছে: 358
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪