|

কলকাতা থেকে সাইকেলিং করে বাংলাদেশে

প্রকাশিতঃ ১২:১৬ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ১৮, ২০১৮

অনলাইন বার্তাঃ

‘বাংলা কখনও হয় না ভাগ, বাংলা ভাষায় আমরা এক’ এ স্লোগানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানাতে কলকাতা থেকে সাইকেলিং করে বাংলাদেশে এসেছেন ১৯ সদস্যের একটি প্রতিনিধিদল।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত দিয়ে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশে পৌঁছায় দলটি। শনিবার সকাল ১০টার দিকে দর্শনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তারা।

দলনায়ক সরজীৎ রায়ের প্রতিনিধিত্বে দলটি ১৪ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার দিকে ভারতের কালকাতা জোড়োসাঁকোর ঠাকুরবাড়ি থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়।

দর্শনা সীমান্তের জিরোপয়েন্টে প্রতিনিধিদলটি পৌঁছালে তাদের ফুল দিয়ে বরণ করেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার তোফোজ্জেল হাসেন, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি শানিত কুমার গায়েন, চেকপোস্টের হাবিলদার ইকবাল হোসেন, দর্শনা সিডিএলের পরিচালক আবু সুফিয়ান, অ্যাডভোকেট শাহাজান আলী, পৌর কাউন্সিলর হাসান খালেকুজ্জামান খালেক, মঈন উদ্দিন মন্টু, চান্দু মাস্টার, নজরুল ইসলাম, কাঞ্চন মাদবর, দর্শনার বিশিষ্ট ব্যবসায়ী মুকুল ময়াজি প্রমুখ।

দলনায়ক সরজীৎ রায় জানান, মূলত ভাষার সূত্র ধরেই এপার বাংলা ওপার বাংলা, দুই বাংলা একই সুতায় গাঁথা। এবার সাইকেলিং প্রোগ্রামের নাম দেয়া হয়েছে ‘ভাষা সূত্র’। ভাষার সূত্র ধরে প্রতি বছরই বাংলাদেশে আমরা দিবসটি পালন করতে আসি। তবে এবার আমাদের যাত্রার পথ অনেকটা বেশি।

প্রথমে কুষ্টিয়া জেলার শিলাইদাহ রবিন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ী, এরপর শাহাজাদপুর হয়ে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারি পুষ্পমাল্য অর্পণ করব বলে আশা করছি। তিনি আরও জানান, অমরা রবীন্দ্রনাথকে দুই বাংলার সবচেয়ে বড় আইকন বলে মনে করি। দুই বাংলার জাতীয় সঙ্গীত লিখেছেন কবি রবীন্দ্রনাথ। এজন্য এবারের প্রোগ্রাম আমরা কবির গুরুর স্মরণে জোড়াসাঁকে থেকে শুরু করেছি।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে প্রতি বছর কলকাতার এ দলটি সাইকেলিং করে ঢাকায় আসছে মাতৃভাষা বাংলাকে শ্রদ্ধা জানাতে।

দেখা হয়েছে: 435
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪