|

যশোরে এসপি অফিস ঘেরাও কর্মসূচি পালন

প্রকাশিতঃ ২:১১ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ০৬, ২০১৮

সোহেল রানা, শার্শা প্রতিনিধিঃ

বেনাপোলে দুই সাংবাদিকের হামলাকারী আসামিদের গ্রেফতার দাবিতে যশোর পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা। সোমবার দুপুরে প্রেসক্লাব থেকে যশোরের সাংবাদিক সমাজের ব্যনারে মিছিল বের হয়।

এরপর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করা হয়। পরে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।সোমবার বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব যশোর থেকে বিক্ষোভ মিছিল করতে পুলিশ সুপার কার্যালয় চত্বরে যান জেলার কর্মরত সাংবাদিকরা। সেখানে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বক্তব্য রাখেন নেতৃবৃন্দরা।বক্তব্য রাখেন- প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, প্রেসক্লাব যশোর সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নুর ইসলাম, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম, যশোর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান মুনির, যশোর টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাকিরুল কবীর রিটন,সিনিয়র সাংবাদিক কবি ফখরে আলমসহ আরো অনেকে।

বক্তব্য শেষে পুলিশ সুপার আনিসুর রহমানের কাছে আসামিদের গ্রেফতারে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় পুলিশ সুপার ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা হবে বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন।

উল্লেখ্য, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত ২৪ জানুয়ারি বেনাপোলে সন্ত্রাসী হামলার শিকার হন ইনডিপেনডেন্ট টিভির যশোর জেলা প্রতিনিধি জিয়াউল হক ও ক্যামেরা পারসন শরীফ হোসেন।

এ ঘটনায় হামলাকারী অহিদুজ্জামান অহিদ আমিরুল ইসলামসহ জড়িতদের নামে মামলা করা হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি।

দেখা হয়েছে: 416
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪