|

মুন্সীগঞ্জে শ্রীনগরের বাঘরায় ভূমিদস্যু মামুন বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ

প্রকাশিতঃ ১২:০২ পূর্বাহ্ন | মার্চ ২৬, ২০১৮

In Munshiganj, the Baghara landlord of Srinagar is unwell in the torture of Mamun

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের শ্রীনগরের বাঘরা ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামে ভূমিদস্যু মামুন বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার সাধারণ মানুষ। সরকারি জমি দখল , জালিয়াতি করে অন্যের জমি দখল, আড়িয়াল বিলের চাঁদাবাজিসহ বিভিন্ন কর্মকান্ডে সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত মামুন বাহিনী।

বাহিনী প্রধানের নির্দেশেই সার্বিক তদারকি ও চাঁদা আদায়ের কাজ করে থাকে মামুন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড শাহিনসহ তার অন্যান্য সহযোগীরা। বাঘরার কাঠালবাড়ি এলাকার মৃত জমষেম আলী মাদবরের ছেলে মামুন পেশা ভূমি দখল , চাঁদাবাজি ও মিথ্যা মামলা দিয়ে টাকা আদায় তার ব্যবসা। এসব কাজের আড়ালেও তার বাহিনীর বিভিন্ন সদস্যদের নামে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।

ক্ষমতার দাপটে অবৈধ দখল ও মাদক ব্যবসা পরিচালনা করে ও তার বিরুদ্ধে কেউ কথা বলেই মিথ্যা মামলা জরান হয় তাকে । বাড়ির আশ্রয় দেওযা হয়েছে ১৫/২০ টি পরিবার তারা সবাই এর বাহিনীর সদস্য । তাদের দিয়ে মামলা করে কোর্টে পরে বাহিনীর প্রধান নিজে মামলা মিমাংসা করে টাকার বিনিময়ে । অল্প সময়েই কোটি কোটি টাকার সম্পদের মালিক বলেই এ বাহিনীর অত্যাচারে বর্তমানে দিশেহারা হয়ে পড়েছে এলাকার নিরীহ মানুষেরা।

অনুসন্ধানে জানা গেছে, সম্প্রতি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাবি্যুনাল ,মুন্সীগঞ্জ নারী ও শিশু মামলা করে । মামলায় এজাহারে দেখা যায় জীবন নেছা ৩ে৫) বাদী হয়ে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে। এতে করে এলাকায় চাঞ্চল সৃষ্টি হয়। মামলার স্বাক্ষী হন তার বাহিনীর সদস্যরা।

আড়িয়াল বিলে থেকে প্রতি দিন অন্যের ও সরকারি খাস জমি জোর করে বিক্রয় করে । সন্ধ্যার পরপর পুকুরে পাড়ে ছোট ঘরে বসে মামুন বাহিনীর সদস্যদের মদ ও জুয়ার আসর। বিভিন্ন এলাকার পেশাদার খুনি ও সন্ত্রাসীদের আনাগোণা দেখা যায় ওই এলাকায়। প্রায় মাদকাসক্তদের দ্বারা নারী নির্যাতনের ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে। বাধা দিতে গেলে প্রাণনাশসহ মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে ভুক্তভোগী পরিবারগুলোকে।

অনুসন্ধানে আরও জানা যায়, ৩০/১১/১৪ শ্রীনগর থানায় একটি ধর্ষণ অভিযোগে নবম শ্রীনী এক ছাত্রী দিয়ে মিথ্যা মামলা করার রাজিব নামে এক যুবকে । সেই অভিযোগ কারাীর বাদী হন মেয়ের নানা । টাকা নিয়ে পরে আপশ করেন মামুন। গত বছর রাজিবের কাছে মামুন বাহিনী চাদাঁ চাইলে দিতে অসিকার করলে । রাজিবের বিরুদ্ধে আরেকটি ধর্ষণ মামলা করেন কোর্টে।

মামলার বাদী মামুনরে ফুভাত বোন তামান্ন আক্তার । সেই মামলা টাকা দিয়ে আপশ করায় মামুন। অগত ২৩ ফেব্রুয়ারী আনোয়ার আলীর মেয়ে জীবন নেছা তার আপন ভাই শহিদুল ইসলাম সবুজের তুচ্ছ ঘটনা কথা কাটা কাটি হয়। আল -আামিন বাজারে সবুজের দোকান ভাংচুর করে।

সবুজ বাদী হয়ে শ্রীনগর থানায় একটি মামলা করেন । যাহার নং-৩৩(২)২০১৮, ধারা-১৪৩/৩২৩/৪৪৭/৪২৭/৩৭৯/৫০৬। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯(৩) ধারায় কাঠালবাড়ীর আনোয়ার আলী মাদবরের ছেলে শহিদুল ইসলাম সবুজ ও তার সহযোগি আক্কাছকে আসামী করে একটি কাউন্টার ধর্ষন মামলা দায়ের করেন।

এ বিষয়ে জীবন নেছা জানান,সবুজ তার আপন ছোট ভাই, তাহলে ভাইয়ের বিরুদ্ধে কেন ধর্ষন মামলা করলেন। মামুন সবুজের বিরুদ্ধে মামলা করতে বলে । মুন্সীগঞ্জ কোর্টে নিয়ে কাগজে আমার স্বাখর নেয়। আর বলে সবুজের কাজ থেকে মোটা অংকের টাকা আদায় করবে ।

এই বিষয়ে এলাকাবাসী সাথে কথা বলে জানান, মামুন বাহিনীর এরকম মিথ্যা অনেক ধর্ষণ মামলা আছে । সবুজ আর জীবন নেছা আপন ভাই বোন । ভাই বোন কি ধর্ষণ করে তাদের বিশ্বাস হয় না।

এলাকাবাসীরা জানায়, মামুনরে বিরুদ্ধো আর মামলা আছে পুলিশ কেন তাকে গ্রেফতার করা হয় না। মামুনের বিরদ্ধে দ্রুত বিচার আইনে ২০০২,২০১৪ এ ৪ ধারা শ্রীনগর থানায় একটি মামলা আছে যা বিচারাদিন । একটি হত্যা মামলা নং ০৭/১০/২০০১৭ ধারা ৫০৬/৩২৩/৩২৫/৪৪৮/৩৭৯।

মামুন দীর্ঘ দিন যাবত এলাকায় জমি দখল, চাঁদাবাজী ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। তার ভয়ে এলাকার সাধারণ লোকজন অতিষ্ঠ। কেউ প্রতিবাদ করতে সাহস পায় না।

মামুনের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয় না। উল্টো জানাজানি হওয়ার পর অভিযোগকারী অনেকেই এখন গ্রাম ছাড়া।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এস. এম আলমগীর হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানায় মামুনের বিরুদ্ধে একাদীক মামলা রয়েছে । এলাকায় একটি পুকুরের চার পাশে ছোট ছোট ঘর বানিয়ে রখেছে । এ বিষয় খোজ খাবর নিচ্ছি। সি. আর মামলা নং ৪৭/ ২০১৮ কোর্টে মামলা হয়েছে । মামলার তদন্ত চলছে।

 

দেখা হয়েছে: 577
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪