|

রাজাপুরে দুদকের গনশুনানি অনুষ্ঠিত

প্রকাশিতঃ ৩:৩২ পূর্বাহ্ন | মার্চ ০১, ২০১৮

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:
“এবার আওয়াজ তুলুন” এই শ্লেগানে ঝালকাঠির রাজাপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আয়োজনে গনশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ গনশুনানির আয়োজন করা হয়।

শুনানিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহনের অভিযোগ করেন ভুক্তভোগীরা। শুনানিতে ৭৫টি অভিযোগ লিপিবদ্ধ করা হয়। এরমধ্যে ২৫টি অভিযোগরে শুনানি অনুষ্ঠিত হয়।

অভিযোগের শীর্ষে ছিল উপজেলা সেটেলমেন্ট অফিস। এরপর সাব-রেজিস্ট্রি অফিস, পল্লী বিদ্যুৎ, প্রাথমিক শিক্ষা অফিস, সমাজসেবা অধিদপ্তরসহ ১২টি সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ প্রমানসহ দাখিল করেন অভিযোগকারীরা।

গনশুনানিতে অভিযোগকারী ও অভিযুক্তদের মুখোমুখি করে অভিযোগ খন্ডন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারি হুমায়ুন কবির। তার বিরুদ্ধে ৪টি অভিযোগ ছিল শিক্ষকদের কাছ থেকে ঘুষ গ্রহনের। অভিযোগের সাথে ঘুষ লেনদেনের ভিডিও চিত্রসহ অন্যান্য প্রমান উপস্থাপন করা হয়। হুমায়ুন কবির শুনানিতে অংশ গ্রহন করেননি।

তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খান মো. আলমগীর অভিযুক্ত হুমায়ুন কবিরের বিরুদ্ধে আগামী ৭ কার্যদিবসের মধ্যে ব্যবস্থা গ্রহনের অঙ্গিকার করেন। অভিযোগের শীর্ষে থাকা সেটেলমেন্ট কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নবানে জর্জরিত করা হয়। বেশিরভাগ প্রশ্নেরই কোন জবাব দিতে পারেননি কর্মকর্তারা। এসব বিষয়গুলোকে তদন্ত করে ব্যবস্থা গ্রহনের নিশ্চয়তা দেন দুদক কর্মকর্তারা।

শুনানি চলাকালে অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হন ৭০ বছর বয়সি বৃদ্ধা আমেনা বেগম। তার প্রশ্ন ছিল ‘আর কত বয়স হলে বয়স্কভাতা পাব?’ এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ইউনিয়ন চেয়ারম্যান আগামীতে বয়স্কভাতা দেয়ার নিশ্চয়তা দেন। এভাবেই একে একে ২৫টি অভিযোগে শুনানি করা হয়।

দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে বলেন, ‘এটা আমাদের ৮৫তম গনশুনানি। আমরা সবাইকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া আহবান জানাই। দুর্নীতি করে কেউ ছাড় পারবেনা। যেখানেই দুর্নীতি হবে তার তথ্য ও প্রমান সংগ্রহ করুন, নিশ্চই বিচার হবে।’

শুনানি পরিচালনা করেন, জেলা প্রশাসক মো. হামিদুল হক। এসময় দুদকের বরিশালের বিভাগীয় পরিচালক মো. আবু সাঈদ ও ঢাকার বিভাগীয় পরিচালক মো. মনিরুজ্জামান শুনানিতে উপস্থিত ছিলেন।

এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ শাহজাহান মোল্লা উপস্থিত ছিলেন। শুনানিতে ৫শতাধিক সাধারন মানুষ অংশ নেয়।

দেখা হয়েছে: 468
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪