|

রাজশাহী-১ আসনে এমপি ফারুক চ্যালেঞ্জর মূখে

প্রকাশিতঃ ১:২৯ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ০৪, ২০১৮

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) সংসদীয় আসনে রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধূরী আওয়ামী লীগের মনোনয়নে দু’বার সংসদ সদস্য ‘এমপি’ নির্বাচিত হন এবং অল্প সময়ের জন্য একবার শিল্প প্রতিমন্ত্রীর দায়িতও¡ পালন করেছেন।

রাজশাহী-১ আসনের রাজনৈতিক অঙ্গনে তার অনেক ইতিবাচক দিক রয়েছে, তবে নেতিবাচক দিকও কম নয় বলে দাবি তৃণমূলের। অন্যদিকে এমপি ফারুকের বিরুদ্ধে দলের প্রবীণ,ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের অবজ্ঞা-অবমূল্যায়ন, স্কুল,কলেজ ও মাদরাসায় চাকরি প্রদানে বিএনপি-চামায়াত প্রীতি, স্বজনপ্রীতি- আত্মীয়করণ ইত্যাদি বিষয়ে অভিযোগ উঙ্খাপন এবং আগামি সংসদ নির্বাচনে প্রার্থী পরিবর্তনের দাবি করে আওয়ামী লীগের সাত নেতা মনোনয়ন প্রত্যাশা করে হাইকমান্ডের জোর তদ্বির করে চলেছেন।

এরা হলেন (সাবেক) অতিরিক্ত আইজিপি ও আওয়ামী লীগ নেতা মতিউর রহমান, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্ডুমালা পৌরসভার মেয়র গোলাম রাব্বানী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বদরুজ্জামান রবু মিয়া ও এ্যাডঃ মকবুল হোসেন খাঁ, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও গোদাগাড়ী উপজেলা পরিষদের (সাবেক) চেয়ারম্যান আতাউর রহমান এবং জেলা কৃষক লীগের সহসভাপতি অ্যাডভোকেট আবদুল ওহাব জেমস প্রমূখ।

ইতমধ্যে রাজনৈতিক অঙ্গনে এরা সেভেন স্টার গ্র“প বলে পরিচিতি লাভ করেছেন। এদিকে সেভেন স্টার শুধু মনোনয়ন প্রত্যাশা করেই ক্ষান্ত হয়নি এই সাত প্রার্থী একট্ট্রা হয়ে এমপি ফারুকের বিরোধীতা করে সভ-সমাবেশ ও জমকালো শো-ডাউনের মাধ্যমে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের দৃষ্টি কাড়তে সমর্থ্য হয়েছেন। ফলে যেই আসনে এমপি ওমর ফারুক চৌধূরী ছিলেন দলের ভেতর অপ্রতিদ্বন্দ্বী। এখন সেই আসনে তাকে টেক্কা দিতে লড়ছেন আওয়ামী লীগের এসব নেতা। এতে এমপি ফারুক চৌধূরীর সুখের ঘরে এখন দুঃখের আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে।

এছাড়াও সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে তাকে মাদকের গডফাদার বলে একাধিক প্রতিবেদন প্রকাশ হওয়ায় তাঁর মনোনয়ন অনেকটা ঝুলে গেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

অপরদিকে এমপিবিরোধী এই সাত প্রার্থীর একট্ট্রার সুযোগ কাজে লাগিয়ে এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে জোর তৎপরতা শুরু করে অনেকটা এগিয়ে গেছেন তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্ডুমালা পৌর মেয়র গোলাম রাব্বানী, এবং সাবেক পুলিশ কর্মকর্তা মতিউর রহমান। তবে এসব প্রার্থীদের মধ্যে পচ্ছন্দের শীর্ষে ও জনমত জরিপে এগিয়ে রয়েছে গোলাম রাব্বানী।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করে তানোর-গোদাগাড়ীর বিভিন্ন এলাকায় দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে শুরু করেন গোলাম রাব্বানী। ইতমধ্যে তিনি ফুটবল-ক্রিকেট ও ইসলামী জালসার মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে রীতিমতো গণজোয়ার সৃস্টি করে দলের নীতিনির্ধারকদেরও অবাক ও দৃষ্টি কারতে সমর্থ হয়েছেন।

এমনকি ইতমধ্যে মনোনয়ন বিষয়ে জানতে গণভবন থেকে তাঁর ডাক পড়ে এবং তিনি গণভবনে সাক্ষাত করে এসছেন বলেও প্রচার রয়েছে। আওয়ামী লীগের তৃণমূলে পচ্ছন্দের শীর্ষে রয়েছেন গোলাম রাব্বানী। এতে এমপি ফারুকের সামনে প্রধান চ্যালেঞ্জ হয়ে উঠেছে রাব্বানীর জনসমর্থন ও আওয়ামী লীগের রাজনীতিতে রাব্বানীই মেইন ফ্যাক্টর হয়ে উঠেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

ওদিকে সেভেন স্টারের তৎপরতায় তানোর ও গোদাগাড়ী নির্বাচনী এলাকায় আওয়ামী লীগে বিভক্তি দেখা দেয়। তারা এমপি ফারুক চৌধূরীর বিরোধীতা ও তাঁর মনোনয়ন ঠেকাতে প্রকাশ্যে মাঠে নামে। এদিকে হঠাৎ করে নিজ নির্বাচনী এলাকায় বেশ সক্রিয় হয়ে উঠেন এমপি ওমর ফারুক চৌধূরী।

এছাড়াও তার সঙ্গে যেসব নেতাকর্মীর বৈরী সম্পর্ক ছিল সেই বৈরী সম্পর্কের অবসান ঘটাতে চেস্টা করে যাচ্ছেন। আওয়ামী লীগের রাজনীতিতে নিজের টলমল অবস্থা বুঝতে পেরে তিনি অবস্থান শক্ত করতে এমন ঘন ঘন কর্মসূচিতে অংশ নিচ্ছেন বলে মনে করেন ফারুক বিরোধীরা। স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তৃষমূলের নেতা ও কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

স্থানীয় রাজনৈতিক সচেতন মহলের অভিমত, আগামি জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এমপি ফারুক চৌধূরীর পক্ষ থেকে নির্বাচনী এলাকায় আওয়ামী লীগকে সাংগঠনিক ভাবে গতিশীল, কোন্দল-মতবিরোধ নিরসণ করতে প্রবীণ-ত্যাগী, নিবেদিতপ্রাণ নেতা ও কর্মী-সমর্থকদের সক্রীয় করার উদ্যোগ নেয়া হলেও তাদের কাছে থেকে এখানো তেমন কোনো সাড়া মেলেনি বলে তৃণমূলের অভিমত।

ফলে বিষয়টি দলের হাইকমান্ড ও নীতিনির্ধারকদের ভাবিয়ে তুলেছে এতে তার মনোনয়নও ঝুলে গেছে। অথচ দলের কোন্দল-মতবিরোধ নিরসণে সফল হতে না পারলেও প্রতিনিয়িত দলে দলে লোক আওয়ামী লীগে যোগদান করছে। রাজনৈতিক দলের নেতাকর্মী পরিচয়ে প্রতিনিয়ত দলে দলে আওয়ামী লীগে যোগদান করার পরেও সাংগঠনিক দুরস্থা কাটছে না।

ফলে তৃণমূলে প্রশ্ন উঠেছে প্রতিনিয়ত বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে শত শত নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করছেন আসলে তারা কারা ? আর তাদের যোগদানের উদ্দেশ্যেই বা কি ? বিপুল নেতাকর্মীর যোগদানের পরেও যদি দলের সাংগঠনিক কর্মকান্ড গতিশীল না হয় ? তাহলে ডাকঢোল পিটিয়ে তাদের এতো ঘটা করে দলে যোগদান করিয়ে লাভ কি ? বরং তাদের কারণে আওয়ামী লীগ মাথাভারী সংগঠনে পরিনত হচ্ছে বলে মনে করছেন তৃণমূলের নেতা ও কর্মী-সমর্থকগণ। আর এসব নবাগতদের ভিড়ে প্রবীণ, ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা হারিয়ে যাচ্ছে এতে দল সাংগঠনিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আগামি জাতীয় সংসদ নির্বাচনে এর ব্যাপক প্রভাব পড়তে পারে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এব্যাপারে রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধূরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও মুঠোফোন বন্ধ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এব্যাপারে তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্ডুমালা পৌর মেয়র গোলাম রাব্বানী বলেন, তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন, তৃণমূলের মতামত ও জনমত জরিপ করে মনোনয়ন দেয়া হলে তিনি অবশ্যই মনোনয়ন পাবেন বলে আশা করছেন, ইতমধ্যে তাকে হাইকমান্ড থেকে সবুজ সঙ্কেত দিয়ে মাঠে নামতে বলা হয়েছে। তিনি বলেন, যে কেউ মনোনয়ন চাইতেই পারে তবে মনোনয়ন না পেলেও তিনি দলীয় প্রার্থীর পক্ষেই কাজ করবেন।

দেখা হয়েছে: 417
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪