|

মোহনপুরে পুলিশি বাধার মুখে বিএনপির অবস্থান কর্মসুচি পালন

প্রকাশিতঃ ৯:৪১ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১৪, ২০১৮

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে ঘিরে মোহনপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় মোহনপুর উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা একত্রিত হয়ে অবস্থান কর্মসূচির চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। তারা দলীয় কার্যালয়ে সামনে কর্মসূচি পালন করতে না পেরে একদিলতলা হাটে অবস্থান কর্মসুচি পালন করেন।

এসময় উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান শামিমুল ইসলাম মুনের সাভাপেিত্ব প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি যুগ্ম -সাধারন সম্পাদক রায়হানুল আলম রায়হান, ছাত্রদলের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম জনি, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মাহবুব আর রশিদ, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা বাবলু, সহ-সভাপতি অধ্যাপক মফিজুর রহমান মধু, সাবেক যগ্ম-সম্পাদক জাকির হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জালাল উদ্দিন বিল্পব, মিজানুর রহমান মিলন, যুবদলের সভাপতি বাচ্চু রহমান, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সেচ্ছা সেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, কৃষক দলের সাধারন সম্পাদক রইচ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া মন্ডল ,শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক, সাধারন সম্পাদক আসলাম আলী ছাত্রদল নেতা শাহরিয়ার সাজ্জাদ, আব্দুর রহিম, মতিউর রহমান, আব্দুর রাজ্জাক, মাহফুজুর রহমান, নাহিদ পারভেজ হিমু, শাহিনসহ উপজেলা ইউনিয়ন বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোহনপুর থানার অফিসার ইনচাজ (ওসি) এসএম আবুল কাশেম আজাদ জানান, বিএনপি অবস্থান কর্মসূচি প্রস্ততি নিলে পুলিশের বাধায় তাদের কর্মসূচি পণ্ড হয়ে যায়। মোহনপুর থানা পুলিশ শান্তি শৃংঙ্খলা রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে।

দেখা হয়েছে: 435
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪