মোঃ জাহিদ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (৮ মার্চ) সকালের দিকে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা ক্রীড়া সংস্থা মাঠে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন নারী উন্নয়ন মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন- জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা আক্তার,কুড়িগ্রাম সিভিল সার্জন ডা.এসএম আমিনুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) আশরাফুল ইসলাম,কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব নীলু,কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ প্রমুখ।