|

দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০১৮

প্রকাশিতঃ ১:৩০ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ১৩, ২০১৮

অনলাইন বার্তাঃ

দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে প্রতিবেদন আহ্বান করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দুই শ্রেণিতে মোট ৬টি পুরস্কার দেয়া হবে। প্রথম শ্রেণিতে ৩টি পুরস্কার দেয়া হবে ‘দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন’র জন্য। দ্বিতীয় শ্রেণিতে ৩টি পুরস্কার শুধু ‘জলবায়ু অর্থায়নে সুশাসন ও দুর্নীতি’ বিষয়ক প্রতিবেদনের জন্য।

২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত/প্রচারিত নিম্নোক্ত তিনটি বিভাগে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কার প্রদান করা হবে। প্রতিবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১১ মার্চ

জাতীয় সংবাদপত্র বিভাগ
রাজধানী ঢাকা থেকে যে কোনো বাংলা ও ইংরেজি দৈনিক সংবাদপত্র এবং সাময়িকী অথবা অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন।
প্রত্যেক বিজয়ীকে পুরস্কার হিসেবে এক লাখ পঁচিশ হাজার টাকা, ক্রেস্ট ও সম্মাননা পত্র প্রদান করা হবে।

আঞ্চলিক সংবাদপত্র বিভাগ
রাজধানী ঢাকা ব্যতীত দেশের যে কোনো অঞ্চলের বাংলা ও ইংরেজি দৈনিক সংবাদপত্র এবং সাময়িকী অথবা অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন। প্রত্যেক বিজয়ীকে পুরস্কার হিসেবেএক লাখ পঁচিশ হাজার টাকা, ক্রেস্ট ও সম্মাননা পত্র প্রদান করা হবে।

টেলিভিশন বিভাগ
১. বিটিভিসহ দেশীয় মালিকানাধীন বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত অনুসন্ধানী সংবাদ প্রতিবেদন
প্রত্যেক বিজয়ীকে পুরস্কার হিসেবে এক লাখ পঁচিশ হাজার টাকা টাকা এবং ক্যামেরাপারসনের বিশেষ ভূমিকা থাকলে সেক্ষেত্রে বিচারকমণ্ডলীর সুপারিশের আলোকে তাকেও পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সম্মাননা পত্র প্রদান করা হবে।

২. অনুসন্ধানী প্রামাণ্য অনুষ্ঠান (ডকুমেন্টারি)
বিজয়ী অনুসন্ধানী প্রামাণ্য অনুষ্ঠানকে ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, ক্রেস্ট ও সম্মাননা পত্র প্রদান করা হবে।

নিয়মাবলী:
১. সকল প্রতিবেদন/ডকুমেন্টারি ডাকযোগে অথবা সরাসরি হস্তান্তর করতে হবে। প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে প্রতিবেদনের মূল কপি প্রেরণ করতে হবে। ফটোকপি গ্রহণযোগ্য নয়।

২. সিরিজ প্রতিবেদন ব্যতীত একজন অংশগ্রহণকারী একাধিক প্রতিবেদন জমা দিতে পারবেন না।

৩. টেলিভিশন সংবাদ প্রতিবেদনের সাথে ক্যামেরাপারসনের নাম এবং সকল ক্ষেত্রে যৌথভাবে কোন প্রতিবেদন করলে তা অবশ্যই উল্লেখ করতে হবে।

৪. টেলিভিশন বিভাগে অনুসন্ধানী প্রামাণ্য অনুষ্ঠানের (ডকুমেন্টারি) ক্ষেত্রে অনুষ্ঠানকে পুরস্কৃত করা হবে এবং সংশ্লিষ্ট প্রামাণ্য অনুষ্ঠানের পক্ষেই পুরস্কারের জন্য মনোনয়ন জমা দিতে হবে।

৫. টেলিভিশন সংবাদ প্রতিবেদন ও প্রামাণ্য অনুষ্ঠান (ডকুমেন্টারি) সিডিতে রূপান্তর করে পূর্ণাঙ্গ স্ক্রিপ্টসহ জমা দিতে হবে। প্রতিবেদনের সাথে প্রতিবেদকের এক কপি পাসপোর্ট সাইজের ছবি, বাংলা ও ইংরেজিতে নাম, যোগাযোগের ঠিকানা এবং টেলিফোন নম্বরসহ জমা দিতে হবে। খামের উপরে ‘অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০১৮’ কথাটি উল্লেখ করতে হবে।

৬. প্রতিযোগী যে প্রতিষ্ঠানে থেকে প্রতিবেদন তৈরি করেছেন সেই প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র প্রতিবেদনের সাথে জমা দিতে হবে। এছাড়া প্রতিবেদনটি প্রকাশিত/প্রচারিত হওয়ার তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে।

৭. পাঠক/দর্শক বা আগ্রহী যে কেউ উল্লিখিত উভয় শ্রেণীতে এই তিনটি মাধ্যমে প্রকাশিত/প্রচারিত দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন/প্রামাণ্য অুনষ্ঠান মনোনীত করতে পারবেন, তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিবেদকের/প্রামাণ্য অনুষ্ঠানটির সম্মতি পত্র অবশ্যই সংযুক্ত করতে হবে।

৮. ২০১৭ পর্যন্ত যারা যে কোন বিভাগে দুইবার টিআইবি প্রদত্ত এই পুরস্কার পেয়েছেন তারা সর্বশেষ পুরস্কার প্রাপ্তির পরবর্তী দু’বছর পর এই প্রতিযোগিতায় পুনরায় অংশগ্রহণ করতে পারবেন।

দেখা হয়েছে: 335
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪