|

ঝিনাইদহে পাসপোর্ট বিপ্লবের ডেরায় ভ্রাম্যমান আদালতের হানা

প্রকাশিতঃ ১২:৩০ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ২৩, ২০১৮

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে “পাসপোর্ট বিপ্লবের ডেরা” ক্ষ্যাত একটি ভবন থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, বিদেশী ডলার জব্দ করেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে সুকান্ত সেন নামের জালিয়াত চক্রের এক সদস্যকে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

তবে এই পাসপোর্ট জলিয়াতির মূল হোতা বিপ্লব কুমার গাঙ্গুলীকে আটক করতে সক্ষম হয়নি তারা। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির জানান, গোপন সংবাদরে ভিত্তিতে খবর পেয়ে জেলা শহরের চাকলাপাড়া গাঙ্গুলী এণ্টারপ্রাইজের চারতলা ভবনে অভিযান চালানো হয়।

সেখন থেকে আমেরিকা, ভিয়েতনাম, মালয়েশিয়াসহ অন্তত ১০ দেশের প্রায় ১ হাজার পাসপোর্ট, বিদেশী মুদ্রা, কাগজপত্র, সীল-স্বাক্ষর জব্দ করা হয়। এ সময় সেখানে কর্মরত অবস্থায় সুকান্ত সেন নামের এক জনকে হাতেনাতে আটক করে এক মাসের কারাদন্ড দেওয়া হয়।

দেখা হয়েছে: 388
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪