|

ঝালকাঠিতে ঝটিকা মিছিল করেছে ছাত্রদল

প্রকাশিতঃ ৭:৩৭ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৯, ২০১৮

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি জেলা বিএনপি কার্যালয় পুলিশ অবরুদ্ধ রাখায় কালো পতাকা উত্তোলন কর্মসূচী পালন করেছে দলটির নেতাকর্মীরা।
শুক্রবার সকালে পুলিশ ফায়ার সার্ভিস মোড়ে ডিউটিতে আসার পূর্বেই কালো পতাকা উত্তোলন কর্মসূচী পালন করে।

অপরদিকে বিকেলে ঝটিকা মিছিল বের করে জেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সভাপতি ছাত্রদল নেতা জাহিদ হাওলাদার।
জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম নুপুর জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্র ও শনিবারে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছেন।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আমরা পালন করার চেষ্টা করলেও পুলিশ শুক্রবার সকাল থেকেই জেলা কার্যালয় অবরুদ্ধ করে রাখে। ভোরে পুলিশ আসার আগেই দলীয় কার্যালয়ের সামনে ও ফায়ার সার্ভিসের দেয়ালে কালো পতাকা উত্তোলন করেছি। পুলিশ এসে ফায়ার সার্ভিসের সামনের কালোপতাকা তুলে নিয়েছে। দলীয় কার্যালয়ের সামনেরটা আছে।

আমরা জেলার ২ টি পৌরসভা ও ৩২ টি ইউনিয়নে কালোপতাকা উত্তোলন কর্মসূচী পালন করেছি। ম্যাডাম জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক প্রহসনের রায় দেয়া হয়েছে। রায়ের প্রতিবাদে কেন্দ্র কর্মসূচীর অংশ হিসেবে ঝটিকা মিছিল করেছে জেলা ছাত্রদল।

শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে শহরের কৃষ্ণকাঠি টেম্পু স্ট্যান্ডে জেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সভাপতি ছাত্রদল নেতা জাহিদ হাওলাদারের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের হয়।

দেখা হয়েছে: 434
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪