|

সম্মাননা পেলেন সাংবাদিক আবদুল আলীম মন্ডল

প্রকাশিতঃ ৯:৫৩ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৮, ২০১৮

বিশেষ প্রতিনিধিঃ

দীর্ঘদিন ধরে পেশাগত দায়িত্ব পালনে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য সম্মাননা পেলেন যমুনা টিভির স্টাফ রিপোর্টার ও বাংলাদেশের প্রথম এবং একমাত্র ট্যাবলয়েড পত্রিকা দৈনিক মানবজমিনের জয়পুরহাট প্রতিনিধি,দ্যা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এবং বাংলাদেশ বেতারের জয়পুরহাট প্রতিনিধি সাংবাদিক আবদুল আলীম মণ্ডল।

আজ বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম এই সন্মাননা তার হাতে তুলে দেন।এসময় তাকে ফুলেল শুভেচ্ছাও জানানো হয়।উক্ত অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বেশ কয়েকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

সম্মাননা প্রাপ্তির বিষয়ে সাংবাদিক আবদুল আলীম মণ্ডল তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ভাই শুরু থেকেই একজন মিডিয়া বান্ধব মানুষ হিসাবে সকলের কাছে পরিচিত। পেশাগত কাজে অনেক সহযোগিতা পেয়েছি তার কাছ থেকে।

সম্মাননা পেলেন সাংবাদিক আবদুল আলীম মন্ডল

আজ কাজের স্বীকৃতি স্বরূপ সন্মাননা ও শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতার চাদরে জড়িয়ে রাখলেন। এ স্বীকৃতি শুধু আমার নয় এটা জেলাবাসীর। এ স্বীকৃতি আমাদের সকলের। জয় হোক সত্য ও ন্যায়ের। এভাবেই সকলের ভালবাসায় পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ থাকতে চাই আপনাদের অন্তরে, কাজ করতে চাই দেশ ও জনগনের জন্য।

আজ এ সন্মাননা প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে আমাকে সন্মানিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, ভাদসা ইউনিয়নের চেয়ারম্যান ছোট ভাই স্বাধীন সরোয়ার, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান স্নেহের হাসানুজ্জামান মিঠু, বম্বু ইউনিয়নের চেয়ারম্যান শ্রদ্ধাভাজন মোল্লা সামছুল আলম, ধলাহার ইউনিয়নের চেয়ারম্যান ফয়েজ উদ্দীন চাচাসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা। আমি সকলের প্রতি কৃতজ্ঞ।

কৃতজ্ঞতা প্রকাশ করছি যমুনাটেলিভিশনকে, আমাকে প্রোমোশন দিয়ে মর্যাদা ও দায়িত্ববৃদ্ধির জন্য। কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমার প্রিয় পেশাগত সংগঠন জয়পুরহাট প্রেসক্লাবের সকল সহকর্মীদের প্রতি সেইসাথে প্রেসক্লাবের বাইরে থেকেও যেসব সহযোদ্ধা সবসময় আমাকে সহযোগিতা ও ভালবাসা দিয়ে থাকেন তাদের প্রতিও।

কৃতজ্ঞতা জেলার সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, আমাদের জয়পুরহাটের রাজনৈতিক অঙ্গনের সকল নেতা-কর্মী এবং অবহেলিত সকল কৃষক, মেহনতি মানুষ ও ব্যবসায়ী ভাইদের প্রতি যারা আমার দীর্ঘ পথচলায় বিভিন্নভাবে পাশে রয়েছেন।

দেখা হয়েছে: 479
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪