|

কারাগারে খালেদা জিয়া পাঁচ বছর জেল

প্রকাশিতঃ ৩:১৯ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ০৯, ২০১৮

অনলাইন বার্তাঃ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। মামলায় খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য পাঁচ আসামিকে দেওয়া হয়েছে ১০ বছরের সশ্রম কারাদণ্ড।

গতকাল রাজধানীর বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত জনাকীর্ণ আদালতে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায়ে একই সঙ্গে খালেদা জিয়া ছাড়া অন্য পাঁচ আসামিকে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় খালেদা জিয়া আদালতে উপস্থিত ছিলেন। ১০ বছর আগে এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলা দায়ের করে।

মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্যসচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান ও ব্যবসায়ী সরফুদ্দিন আহমেদ। এর মধ্যে তারেক রহমান বিদেশে অর্থ পাচারের এক মামলায় সাত বছরের সাজার রায় মাথায় নিয়ে ১০ বছর ধরে দেশের বাইরে পলাতক জীবন যাপন করছেন। একইভাবে কামাল সিদ্দিকী ও মমিনুর রহমানও পলাতক। রায়ের পর পলাতক এই তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি জারি করেছে আদালত।

রায়ের পর পরই কঠোর নিরাপত্তার মধ্যে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয় নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগার ভবনে। সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের পর খালেদা জিয়া হলেন বাংলাদেশের দ্বিতীয় সরকারপ্রধান, যাকে দুর্নীতির দায়ে কারাগারে যেতে হলো।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এ মামলায় সাজা দেওয়া হয়েছে ফৌজদারি দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায়। ক্ষমতায় থেকে অর্থ আত্মসাতের মাধ্যমে ‘অপরাধমূলক বিশ্বাসভঙ্গের’ অভিযোগ রয়েছে ৪০৯ ধারায়। আর ১০৯ ধারায় অপরাধে সহযোগিতা করার অপরাধের কথা বলা হয়েছে। রায়ে আদালত বলেছে, অভিযোগ প্রমাণিত হলেও বয়স ও সামাজিক মর্যাদা বিবেচনা করে অন্য আসামিদের তুলনায় খালেদা জিয়ার সাজা কম হয়েছে।

এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। আর অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, তারা হাই কোর্টে আপিল করবেন। ২৫ জানুয়ারি উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে রায়ের দিন নির্ধারণ করেছিল আদালত।

রায় ঘোষণার সময় কারাগারে থাকা সালিমুল হক কামাল ও সরফুদ্দিনকে রায়ের জন্য সকালে আদালতে হাজির করা হয়। সাজা ঘোষণার পর আবারও তাদের কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। জামিনে থাকা খালেদা জিয়া আদালতে পৌঁছানোর সময় তাঁর গাড়ি ঘিরে রাখেন বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী। খালেদা জিয়ার গুলশানের বাসা থেকে আদালত পর্যন্ত রাস্তার বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়েছে।

১০টা ১৮ মিনিটে আদালতে আসেন বিচারক। এরপর তিনি অপেক্ষা করতে থাকেন মামলার প্রধান আসামি খালেদা জিয়ার জন্য। রায় শুনতে বেলা ১১টায় খালেদা জিয়া আদালতে হাজির হবেন জানানো হলেও দুপুর ১টা ৫২ মিনিটে তিনি এজলাসে প্রবেশ করেন। ক্রিম রঙের শাড়ি পরে রায় শুনতে এসেছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিচারক এজলাসে আসার আগে নিজের কিছু ব্যক্তিগত কাজও সেরে নেন বিএনপি চেয়ারপারসন। দুপুর ২টা ১১ মিনিটে এজলাসে আসেন বিচারক ড. মো. আখতারুজ্জামান।

কারাগারে খালেদা জিয়া পাঁচ বছর জেল

প্রথমেই তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বলেন, এখানে যারা ব্যক্তিগত নিরাপত্তাবাহিনীর সদস্য রয়েছেন, তারা থাকতে পারবেন না। তাদের (সিএসএফ) চলে যেতে হবে। আদালতে থাকা সিএসএফ (খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তাবাহিনী) সদস্যরা বেরিয়ে গেলে রায় ঘোষণা শুরু করেন বিচারক।

প্রথমেই তিনি বলেন, এই মামলাটি অনেক গুরুত্বপূর্ণ। মোট ৬৩২ পৃষ্ঠার রায়। পুরো রায় এখানে পড়া সম্ভব নয়। আমি শুধু সংক্ষিপ্ত অংশ পড়ছি। ১৪ মিনিটে সংক্ষিপ্ত রায় পড়া শেষ করেন বিচারক। সাজা ঘোষণার সময় বিচারক বলেন, প্রসিকিউশন সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে।

মামলার আসামি তারেক রহমান, কাজী সালিমুল হক কামাল, ড. কামাল উদ্দিন সিদ্দিকী, মমিনুর রহমান, সরফুদ্দিন আহমেদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। একই সঙ্গে তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানা ধার্য করা হলো। মামলার প্রধান আসামি বেগম খালেদা জিয়াকে তার বয়স ও সামাজিক অবস্থান বিবেচনা করে পাঁচ বছর কারাদণ্ড দেন বিচারক।

বিচারক রায় ঘোষণা শেষে এজলাস ত্যাগ করলে পুলিশ আদালত কক্ষে ঢুকে ব্যারিকেড তৈরি করে। তখন খালেদা জিয়াকে আর দেখা যায়নি। এর আগে আদালতে প্রবেশের সময় খালেদা জিয়ার সঙ্গে তার গৃহকর্মী ফাতেমাও ছিলেন। এ ছাড়া আফরোজা আব্বাস ও সুলতানা আহমেদ বেগম জিয়ার চেয়ারের পাশে দাঁড়িয়ে ছিলেন। এরপর খালেদা জিয়ার আইনজীবী আবদুর রেজাক খান, মওদুদ আহমদ, শাহজাহান ওমর ও জমিরউদ্দিন সরকার পুলিশের ব্যারিকেডের মধ্যেই তার সঙ্গে পাঁচ মিনিট কথা বলেন। তাদের মধ্যে কী কথা হয়েছে জানতে চাইলে আবদুর রেজাক খান বলেন, ‘তাঁর ওষুধ এবং প্রয়োজনীয় জিনিসপত্র কী লাগবে সেসব বিষয়ে এবং মামলার পরবর্তী কার্যক্রম নিয়েও কথা হয়েছে।’

রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের বিশেষ পিপি মোশাররফ হোসেন কাজল, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি আবদুল্লাহ আবু, ঢাকা জেলা পিপি আবদুল মান্নান, আইনজীবী আবদুস সালাম, জাহাঙ্গীর হোসেন, রফিকুল ইসলাম বেনু প্রমুখ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মেজর হাফিজউদ্দিন আহমদ (অব.) প্রমুখ রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার আইনজীবীদের মধ্যে আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট আবদুর রেজাক খান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট কামাল আহমেদ তালুকদার প্রমুখ।

রায়ের পর দুদকের বিশেষ পিপি মোশাররফ হোসেন কাজল তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি শুকরিয়া আদায় করছি। আমাদের প্রত্যাশার চেয়ে সাজা কম হলেও মামলাটি নিষ্পত্তি হয়েছে। এজন্য আমরা সন্তুষ্ট।’ তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, ‘এটা সরকারের ফরমায়েশি রায়। নির্দেশনা অনুযায়ী বিচারক রায় দিয়েছেন। এ রায়ের বিরুদ্ধে আমরা হাই কোর্টে আপির করব।’

মামলার আদ্যোপান্ত : ১০ বছর আগে সৌদি আরব থেকে এতিমদের জন্য আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৯ সালের ৫ আগস্ট তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে এ মামলার চার্জশিট (অভিযোগপত্র) আদালতে দাখিল করেন। এর প্রায় পাঁচ বছর পর ২০১৪ সালের ১৯ মার্চ এ মামলায় আসামিদের বিরুদ্ধে ঢাকার তৃতীয় বিশেষ জজ চার্জ (অভিযোগ) গঠন করে বিচার শুরু করেন। মামলার শুরু থেকে শেষ পর্যন্ত এ মামলায় ২৫ বার উচ্চ আদালতে যান খালেদা জিয়ার আইনজীবীরা। গত বছরের জানুয়ারিতে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। রাষ্ট্রপক্ষের নেওয়া ৩২ জনের সাক্ষ্য গ্রহণ করতে আদালতের ২৩৬ কার্যদিবস সময় লেগেছে। আসামিদের আত্মপক্ষ সমর্থনের বক্তব্য উপস্থাপনে ব্যয় হয়েছে আদালতের ২৮ কার্যদিবস। গত বছরের ৪ ডিসেম্বর এ মামলায় খালেদা জিয়ার পক্ষে আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ হয়। এরপর ১৯ ডিসেম্বর মামলার যুক্তিতর্ক শুরু হয়। আদালতের ১৬ কার্যদিবসে এ যুক্তিতর্ক কার্যক্রম সম্পন্ন হয়েছে। দণ্ডবিধির ৪০৯, ১০৯ ও দুদক আইনের ৫(২) ধারায় শাস্তি প্রার্থনা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। এরপর ২১, ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর এবং ৩, ৪, ১০, ১১ ও ১৬ জানুয়ারি খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেন তাঁর আইনজীবীরা। মামলায় খালেদা জিয়া অস্থায়ী জামিনে ও অন্য দুই আসামি কারাগারে ছিলেন। ২৫ জানুয়ারি উভয় পক্ষের যুক্তি উপস্থাপন সমাপ্ত হলে রায়ের দিন নির্ধারণ করেন বিচারক।

দেখা হয়েছে: 442
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪