|

চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে লক্ষ্মীপুর কাউন্সিলরের সংবাদ সম্মেলন

প্রকাশিতঃ ৭:৩৬ অপরাহ্ন | মার্চ ১১, ২০১৮

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর পৌরসভার কাউন্সিলর রিয়াজুল হাসান টিপুর বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগ মিথ্যা দাবি করে এ সংবাদ সম্মেলন করেছেন কাউন্সিলর ও স্থানীয়রা।

রোববার (১১ মার্চ) দুপুরে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় কাউন্সিলরের ব্যক্তিগত কার্যালয়ে এ আয়োজন করা হয়। রিয়াজুল হাসান টিপু লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

সংবাদ সম্মেলনে কাউন্সিলর রিয়াজুল হাসান বলেন, ব্যবসায়ী সেলিম তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে মোরশেদা আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে অনৈতিক কাজ করে আসছে। শুক্রবার (৯ মার্চ) রাতে এলাকাবাসী তাদের হাতে নাতে ধরে আমার কার্যালয়ে নিয়ে আসে। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনা আড়াল করতে তারা আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ করেছে। সেলিমের স্ত্রীর কাছ থেকে ৩ লাখ টাকা দাবির অভিযোগটি সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। এসময় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান, প্রচার সম্পাদক মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন ও ওয়ার্ড কৃষক লীগের সদস্য মমিন উল্যাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এরআগে শনিবার (১০ মার্চ) রাতে স্থানীয় ব্যবসায়ী সেলিমের স্ত্রী বিলকিছ বেগম ওই কাউন্সিলরের বিরুদ্ধে থানায় ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেন।

দেখা হয়েছে: 442
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪