|

লোহাগড়া ইউএনওর জিডি উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে

প্রকাশিতঃ ২:১৭ পূর্বাহ্ন | মার্চ ০১, ২০১৮

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটুর বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীন। বুধবার সকালে লোহাগড়া থানায় এ জিডি করেন ইউএনও।

জিডি সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু ২০১৭ সালের ২৯ জুন কিছু ভুয়া প্রকল্প দেখিয়ে বরাদ্দ নিয়ে আসেন। এ সময় ইউএনও মনিরা পারভীনকে ওই বিলে স্বাক্ষর করতে বলেন। বিলে স্বাক্ষর না করায় চেয়ারম্যানের ৩৯ লাখ টাকা ফেরত চলে যায়। এ কারণে চেয়ারম্যান লিটুর সাথে ইউএনও’র দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে।

এরপর সৈয়দ ফয়জুল আমির লিটু ইউএনও মনিরা পারভীন প্রকাশ্যে বিভিন্ন ধরনের হুমকি দেন। লিটু মোবাইল ফোনে ইউএনওকে হত্যার হুমকি দিয়েছেন বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।

লোহাগড়া ইউএনও মনিরা পারভীন বলেন, তার (লিটু) অব্যাহত হুমকি এবং টেলিফোন আলাপে আমি নিরাপত্তহীনতায় আছি। গত ১৪ ফেব্রুয়ারিও উপজেলা পরিষদ চত্বরে আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছেন উপজেলা চেয়ারম্যান। এছাড়া জিডিতে লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সম্পর্কে আরো বিভিন্ন কথা বলা হয়েছে।

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু বলেন, এতদিন পরে এসে কোন উদ্দেশ্যে আমার বিরুদ্ধে জিডি করা হয়েছে, তা আমি জানি না।

আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে- তা মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমি যদি মোবাইল ফোনে কোন হুমকি দিয়ে থাকি তার প্রমাণ থাকার কথা। আমার নাম ভাঙিয়ে তাকে কেউ হুমকি দিয়েছেন কিনা তা খতিয়ে দেখার বিষয়। আর নয় মাস পরে এসে আমার বিরুদ্ধে কেন এমন অভিযোগ করা হচ্ছে। বিষয়টি আমি বুঝতে পারছি না।

দেখা হয়েছে: 490
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪