|

শিক্ষানীতির ফলে মাদ্রাসা শিক্ষাব্যবস্থা আজ ডিজিটাল হয়েছে: শিল্পমন্ত্রী

প্রকাশিতঃ ১২:২৪ অপরাহ্ন | মার্চ ১৬, ২০১৮

খাইরুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধি:

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বর্তমান সরকার একটি যুগপোযোগী শিক্ষানীতি প্রণয়ন করেছে। যার ফলে এ দেশের শিক্ষার্থীরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারবে। এই শিক্ষা নীতির বিরোধীতা করেছিল মাদ্রাসা শিক্ষকরা, পরে তারা তাদের ভুল বুঝতে পেরেছে। শিক্ষানীতির ফলে মাদ্রাসা শিক্ষাব্যবস্থা ডিজিটাল হয়েছে। মাদ্রাসার শিক্ষার্থীরাও আজকে ডাক্তার-ইঞ্জিনিয়ার হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৫০টি ইভেন্টে প্রতিযোগিতায় বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। শিক্ষার্থীরা মনমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটিকা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী।

স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিশ্বনাথ সাহা ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মারুফা বেগম উপস্থিত ছিলেন।

দেখা হয়েছে: 426
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪