|

মিয়ানমার সীমান্তে উত্তেজনা রাষ্ট্রদূতকে তলব

প্রকাশিতঃ ১২:২৪ অপরাহ্ন | মার্চ ০২, ২০১৮

অনলাইন বার্তাঃ

নোবেলজয়ী তিন নারীর পরিদর্শনের এক দিন পরই উত্তেজনা তৈরি হয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে। সেখানকার নো ম্যানস ল্যান্ডে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতেই সেখানে গিয়েছিলেন এই মহীয়সী নারীরা।

এর পরই সেখানে থাকা রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিতে মরিয়া হয়ে ওঠা মিয়ানমার সেনাদের হুমকি-ধমকিতে সীমান্তে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। হঠাৎ করেই গতকাল সকাল থেকে তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমার সেনাবাহিনীর অতিরিক্ত সীমান্তরক্ষীরা অস্ত্র নিয়ে অবস্থান শুরু করলে পাল্টা নিজেদের অবস্থান সুদৃঢ় করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বাড়ানো হয় টহল। মোতায়েন করা হয় ভারী অস্ত্রসহ অতিরিক্ত বিজিবি। বাংলাদেশের পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হলেও তাতে সাড়া দেয়নি মিয়ানমার।

সূত্রের খবর, মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) কর্নেল পদমর্যাদার কর্মকর্তার নেতৃত্বে মিয়ানমারের সেনারা কতজন কী ধরনের অস্ত্র নিয়ে সীমান্তের কোথায় অবস্থান করছেন এর সব তথ্যই ইতিমধ্যে হাতে এসেছে বাংলাদেশের সামরিক গোয়েন্দাদের। এমন পরিস্থিতিতে প্রয়োজনে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার সামর্থ্য নিয়েই সীমান্তে অবস্থান করছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। এর পরও শান্তিপূর্ণ পরিবেশ চায় বাংলাদেশ। তাই গত সন্ধ্যায় কূটনৈতিক পর্যায়ে সমাধানের জন্য ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যেই রাত ৮টার দিকে মিয়ানমার বাহিনী দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

প্রশাসন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সূত্র জানায়, বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু কোনাপাড়া নো ম্যানস ল্যান্ডে প্রায় ৫৩০০ রোহিঙ্গা অবস্থান করছে বেশকিছু দিন ধরে। দ্বিপক্ষীয় আলোচনায় এদেরই সবার আগে ফেরত নেওয়ার কথা জানিয়েছিল মিয়ানমার কর্তৃপক্ষ।

কিন্তু গতকাল সকাল ১০টার দিকে কয়েকটি ট্রাক ও পিকআপে করে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্যরা অস্ত্রশস্ত্র নিয়ে এ সীমান্তে অবস্থান নেয়। মাইকিং করে রোহিঙ্গাদের নো ম্যানস ল্যান্ড থেকে চলে যেতে হুমকি-ধমকি দেওয়া শুরু করে। রোহিঙ্গা ক্যাম্পে ইটপাটকেল ছুড়ে মারে তারা। আতঙ্কে নো ম্যানস ল্যান্ডের রোহিঙ্গারা চিৎকার হই-হুল্লোড় করে বাংলাদেশে প্রবেশের জন্য কয়েকটি স্থানে জড়ো হয়। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি সীমান্তের তুমব্রু পয়েন্টে বিজিবি টহল ও প্রহরা বাড়ায় বিজিবি। অতিরিক্ত সদস্যও মোতায়েন করা হয়েছে সীমান্ত এলাকায়।

গতকাল বিকালে ঢাকার পিলখানায় বিজিবি সদর দফতরে এক সংবাদ সম্মেলনে বাহিনীটির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অপারেশনস অ্যান্ড ট্রেনিং) মজিবুর রহমান বলেন, ‘তুমব্রু সীমান্তের জিরো লাইন এলাকায় কিছুসংখ্যক রোহিঙ্গা অবস্থান করছে। এলাকাটি মিয়ানমার অংশে। কিছুদিন ধরে বিজিপি ও সেনাবাহিনী তুমব্রু সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া, সেগুলো আরও মজবুত করা, উন্নত প্রযুক্তিসম্পন্ন সার্ভিল্যান্স সরঞ্জাম স্থাপন করার কাজ করছে। এর মধ্যে শব্দযন্ত্রের মাধ্যমে সেখানকার রোহিঙ্গাদের অন্যত্র চলে যাওয়ার জন্য তারা বারবার বলছে, যা এক মাস ধরে চলছে।

গতকাল সকালে তুমব্রু বর্ডার পোস্টের ৩৪ ও ৩৫ পিলারের মাঝামাঝি এলাকায় মিয়ানমার অংশের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে সেনা সমাবেশ ঘটিয়েছে। বেশ কিছু মিলিটারি প্যাটার্নের পিকআপের ট্রাক-লরির মাধ্যমে তারা সেখানে ভারী অস্ত্র স্থাপন করেছে। আমরা সার্ভিল্যান্স ও ইন্টিলিজেন্সের মাধ্যমে এসব তথ্য জানতে পেরেছি। এর পর থেকে আমরাও সতর্ক অবস্থানে রয়েছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তাদের ইতিমধ্যে পতাকা বৈঠকের আহ্বান করেছি। প্রতিবাদলিপিও পাঠিয়েছি। কিন্তু কোনো সাড়া মেলেনি। আশা করি দ্রুততম সময়ে এর সমাধান হবে।’

নির্ধারিত সময়ের মধ্যে বিজিপি পতাকা বৈঠকে সাড়া না দিলে বিজিবি কী ব্যবস্থা গ্রহণ করবে এমন প্রশ্নে বিজিবির এই কর্মকর্তা বলেন, ‘বর্ডার এলাকায় ভারী অস্ত্র মোতায়েন, সৈন্য সমাবেশ করা বর্ডার নর্মসের বাইরে। আমরা এটা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সতর্ক অবস্থানে আছি। যে কোনো ধরনের পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত।’

মিয়ানমার কোন কারণে ও কী পরিমাণ সেনা সমাবেশ ঘটিয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, সৈন্যদের সঠিক সংখ্যা বলা যাচ্ছে না। তবে বর্ডারে যে পরিমাণ সৈন্য মোতায়েন করা হয়েছে, তা স্বাভাবিকের চেয়ে বেশি। আর সে জন্য আমরা সতর্ক অবস্থানে থেকে নিজেদের শক্তি বৃদ্ধি করেছি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তারা মূলত রোহিঙ্গাদের আমাদের দেশে পাঠাতে এমনটি করছে।

তাদের (রোহিঙ্গা) বলা হচ্ছে ওখান থেকে (জিরো লাইন) অন্যত্র চলে যেতে। এর পরও কী কারণে তারা সৈন্য মোতায়েন করেছে তা জানার জন্যই পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। আলোচনায় বসলে বিস্তারিত জানা যাবে।’ জানতে চাইলে বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, মিয়ানমার সীমান্তে সে দেশের সেনাসদস্য বৃদ্ধির ফলে রোহিঙ্গারা আতঙ্কিত হয়ে জড়ো হওয়ার খবরটি সত্য।

বিষয়টি নিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খোঁজ নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরওয়ার কামাল জানান, সীমান্তের ওপারে মিয়ানমার ট্রাক, পিকআপে করে অতিরিক্ত সীমান্তরক্ষী বাহিনী জড়ো করেছে। সীমান্তের তুমব্রু কোনাপাড়া নো ম্যানস ল্যান্ডে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তবে আশঙ্কার কিছু নেই। পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি ও প্রশাসন।

বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল আবদুল খালেক জানান, মিয়ানমার তাদের সীমান্ত এলাকায় প্রায় সময়ই সীমান্তরক্ষী বাহিনীর অতিরিক্ত সদস্য নিয়োগ করে থাকে। আবার পরে সরিয়ে নেয়। কিন্তু হঠাৎ করে তুমব্রু সীমান্তে মিয়ানমারের অতিরিক্ত নিরাপত্তা বাড়ানোর কোনো স্পষ্ট কারণ নেই।

মূলত সীমান্তের জিরো পয়েন্টে যেসব রোহিঙ্গা অবস্থান করছে, তাদের প্রত্যাবাসনে প্রথম পর্যায়ে মিয়ানমার ফেরত নেওয়ার কথা দিলেও কৌশলে বাংলাদেশে ঠেলে দিতেই এ তৎপরতা। বিজিবির এই কমান্ডার বলেন, এখনো সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কিন্তু যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সীমান্ত এলাকায়ও বিজিবি নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে।

রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ : সীমান্ত উত্তেজনা নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন উকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম খোরশেদ আলম তাকে তলব করেন। সূত্র জানায়, সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয় এবং বলা হয়, এটি দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ভালো নয়। এরপর বাংলাদেশের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক পত্র (নোট ভারবাল) তাকে দেওয়া হয়েছে। এতে লিখিতভাবে জানানো হয়েছে, মিয়ানমারের এ আচরণ বাংলাদেশের পক্ষ থেকে ভালো চোখে দেখা হচ্ছে না।

আতঙ্কে স্থানীয় বাসিন্দারা : নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ বলেন, বেশ কয়েক দিন ধরেই তুমব্রু জিরো পয়েন্টে আশ্রিত রোহিঙ্গারা মিয়ানমারের সীমান্তরক্ষী বিজিপি ও সেনাবাহিনীর নানা হুমকি-ধমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে। সীমান্তে সাড়ে ছয় হাজার রোহিঙ্গা থাকলেও এর মধ্যে যারা অসুস্থ বা বয়স্ক, তাদের ইতিমধ্যে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী আশ্রয়শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে।

রোহিঙ্গা নাগরিক রফিকুল ইসলাম জানান, সকাল থেকে মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যরা মর্টারসহ অন্যান্য অস্ত্র নিয়ে অবস্থান নিয়েছে। তাদের সঙ্গে বিজিপির সদস্যদেরও দেখা যাচ্ছে। সকাল থেকে ১১-১২ বার মাইকিং করেছে মিয়ানমার সেনারা। তারা মাইকিং করে রোহিঙ্গাদের জিরো পয়েন্ট থেকে সরে বাংলাদেশে চলে যাওয়ার নির্দেশ দিচ্ছে। ফলে শূন্যরেখায় থাকা রোহিঙ্গা ও এপারের স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয় গ্রামপুলিশ আবদুল জব্বার জানান, গতকাল সকাল থেকে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু কোনাপাড়া সীমান্তে মিয়ানমারের সেনাবাহিনী ৮-১০ গাড়ি সীমান্তে জিরো পয়েন্টে হঠাৎ অবস্থান করছে। তারা কাঁটাতারের বেড়ার পাশে পারাপারের জন্য মই মজুদ করেছে। এতে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে জিরো পয়েন্টে আশ্রিত রোহিঙ্গাসহ স্থানীয় বাংলাদেশি বাসিন্দারা।

আন্তর্জাতিক চাপের ভয়ে ভীত মিয়ানমার : সীমান্তের জিরো লাইনে থাকা রোহিঙ্গাদের তাড়িয়ে দেওয়ার অপচেষ্টার কারণ মিয়ানমারের আন্তর্জাতিক চাপের ভীতি। বিষয়টি ফুটে উঠেছে খোদ মিয়ানমার সরকারের মুখপাত্র জ হতে’র বক্তব্যে।

চ্যানেল নিউজ এশিয়ার কাছে মিয়ানমার সরকারের মুখপাত্র দাবি করেছেন, সীমান্তের জিরো লাইনে থাকা রোহিঙ্গাদের একটি বড় অংশই জঙ্গি। তারা আইন উপেক্ষা করেই সেখানে অবস্থান করছে। আসলে তাদের উদ্দেশ্য মিয়ানমারকে বিপদে ফেলা এবং মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সমালোচনা বাড়িয়ে অতিরিক্ত চাপ সৃষ্টি করা।

সূত্র বাংলাদেশ প্রতিদিন

দেখা হয়েছে: 491
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪