|

নাঈমুজ্জামান মুক্তার সংবাদ সম্মেলনে ব্যতিক্রমী কর্মসূচি ঘোষণা

প্রকাশিতঃ ২:১৪ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ০৩, ২০১৮

মোহাম্মদ সাঈদ, পঞ্চগড়ঃ
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ২১’এর বইমেলা আয়োজন, স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ভাষা আন্দোলন বিষয়ক ক্ইুজ, স্থানীয় ভাষা সংরক্ষনের জন্য স্থানীয় ভাষায় রচনা প্রতিযোগিতা, জেলার লেখক পাঠকদের নিয়ে মিলনমেলা, সেমিনার, লোক গানের আয়োজন ছাড়াও ভাষাদিবসের দিনে বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্টে দুই বাংলার বাংলাভাষাভাষি মানুষদের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা।

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি তার ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে ভাষার মাস ফেব্রুয়ারি জুড়ে তরুণ ও নতুন প্রজন্মের মাঝে ভাষার গর্ব-চেতনা জাগ্রত করে স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ব্যতিক্রমী বিভিন্ন কর্মসুচি গ্রহণ করেছেন বলে সংবাদ সম্মেলনে জানান।

মঙ্গলবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কর্মসূচি ঘোষণা করেন। জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুল আলম এ সংবাদ সম্মেলন আহবান করেন। ১৩ ফেব্রুয়ারী বসন্ত বরণ উৎসবের মাধ্যমে মাস জুড়ে এই কর্মসূচী পালিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মখলেছার রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান মিলন, সদস্য জামিল চৌধুরী ডলার, পৌর যুবলীগের সভাপতি হাসনাত মোহাম্মদ হামিদুর রহমান, সদর উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ লায়ন, জেলা ছাত্রলীগের সহসভাপতি রানা বাবু প্রমুখ ।

এর আগে তিনি গত বছরের আগষ্ট মাস জুড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ তরুণ ও নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে তিনি ‘লক্ষ মুজিব ঘরে ঘরে’ ব্যতিক্রমী কর্মসুচির আয়োজন করেন। যা স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কর্মসুচিটি অত্যন্ত সফল হয়।

এছাড়া তিনি জাতীয় শুদ্ধ উচ্চারণে জাতীয় সঙ্গীত চর্চা বিষয়ক স্কুল ভিত্তিক কর্মশালা আয়োজন করেন।  গত ২৫ ডিসেম্বর সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী কাঙ্খিত উন্নয়ন, নানা ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব মোচন, কৃষিক্ষেত্রে আধুনিক পদ্ধতি অনুসরণের মাধ্যমে কৃষির উন্নয়ন ও ক্ষুদ্র-মাঝারি শিল্পের উদ্যোক্তা সৃষ্টিসহ নানা শ্রেণী-পেশার মানুষের কথায় উঠে আসা আগামীর সমস্যা-সম্ভাবনার কথা তথা ‘হামার পঞ্চগড়, হামড়া গড়িমো’ শীর্ষক কর্মসুচির পরিকল্পনা তুলে ধরেন।

শহরের চৌরঙ্গী মোড়ে আগামীর আধুনিক ও আদর্শ পঞ্চগড় বিনির্মাণের এ অনুষ্ঠানে ওইদিন বর্তমান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিভাগের মন্ত্রী ও দেশের প্রখ্যাত তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ জনাব মোস্তাফা জব্বার, সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, দেশ বরেণ্য রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার উপস্থিতিতে পঞ্চগড়ের হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

দেখা হয়েছে: 475
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪