|

নড়াইলে তাঁতযন্ত্রের কাছে হেরে গেছে ১২শ পরিবারের কর্মসংস্থান

প্রকাশিতঃ ৪:৩৭ অপরাহ্ন | মার্চ ২৭, ২০১৮

Narail loom has lost 12th house to the machine

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■

এভাবে নড়াইল জেলার সবগুলো তাঁতপল্লী নিষ্প্রাণ হয়ে গেছে। পাট করে নতুন রঙ করা সুতার গন্ধ, তাঁতের একটানা খটখট আওয়াজ আর নতুন গামছা, লুুঙ্গি ও শাড়ির গন্ধ পাওয়া যেত এসব পল্লীতে। কাপড়ের পাইকারি বাজারগুলো ছিল মুখরিত।

জেলা সদরের আফরা, কলোড়া, আগদিয়া, মাইজপাড়াসহ বিভিন্ন এলাকায় ছিল প্রায় এক হাজার তাঁতি পরিবার। কর্মসংস্থান ছিল অন্তত তিন হাজার নারী-পুরুষের। সেসব আর কিছুই নেই। আফরা গ্রামের আশরাফুল ইসলাম। তিন মাস আগে চালু থাকা সর্বশেষ তাঁতটিতে গামছা বুনছিলেন। হঠাৎ সেটি অচল হয়ে যায়। আর মেরামত করেননি। এর পর থেকে ওভাবেই পড়ে আছে।

এ ঘটনার মধ্য দিয়েই তাঁতের অধ্যায় শেষ হয়ে যায় এ গ্রামে। বিভিন্ন বাড়িতে এখনো অযত্নে পড়ে আছে সুতো কাটার চরকা আর কাপড় বোনার নানা অনুষঙ্গ। অথচ আফরা গ্রামে শখানেক পরিবারে তিন শতাধিক তাঁত ছিল। সাত আট বছর আগেও এ গ্রামের আনিচুর, রহমাত, আসলামের মতো অনেকেই সুনামের সঙ্গে ব্যবসা করতেন। নিজেই একেকটা ব্র্যান্ড হয়ে গিয়েছিলেন তারা। নিজেদের নামে গামছা, লুঙ্গি বাজারজাত করতেন। কিন্তু নানা প্রতিবন্ধকতার মুখে একে একে সবক’টি তাঁত বন্ধ হয়ে গেছে।

চৌদ্দ পুরুষের পেশা ছেড়ে বিকল্প পেশা বেছে নিতে বাধ্য হয়েছেন তারা। তাঁতিদের সঙ্গে কথা বলে জানা যায়, সুতার দাম বৃদ্ধি, আর্থিক সহযোগিতা না পাওয়া, সর্বোপরি যন্ত্রচালিত তাঁতযন্ত্রের কাছে হস্তচালিত তাঁত প্রতিযোগিতায় কুলিয়ে উঠতে না পারায় ধারাবাহিক লোকসান দিতে দিতে একসময় বন্ধ হয়ে গেছে। তাঁতি পরিবারগুলো জানায়, ১০-১২ বছর আগেও তাঁতপল্লীগুলো জমজমাট ছিল। এখন তাঁতিরা দিনমজুর, রাজমিস্ত্রি, ভ্যান-রিকশাচালক, কৃষিকাজ অথবা অন্য কোনো পেশায় চলে গেছেন।

তাঁতের কাজে নারীদের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ছিল, তারা এখন বেকার। তাঁতের ঘরটিতে এখন গরু-ছাগল থাকে অথবা অন্য কাজে ব্যবহার হয়। সদরের কলোড়া গ্রামে একসময় প্রায় ৮০ ঘর কারিগর পরিবারের বাস ছিল। দুই শতাধিক তাঁতকলের মাধ্যমে কাপড় বোনা হতো। এখন এ গ্রামে একটি তাঁতও চলে না। জীবিকার তাগিদে সবাই পেশা বদল করেছে।

এ গ্রামের আশিকুল ইসলাম জানান, তার বাপ-দাদারা এ কাজ করেই সংসার চালাতেন। এখন আর কেউ এ কাজ করেন না। আরেক তাঁতি পরিবারের সন্তান রজব আলী জানান, তার পরিবার কয়েক যুগ ধরে তাঁতের কাজ করেছে। বছর দশেক আগেই তারা কাপড় বোনা ছেড়ে দিয়েছে। ৩৪ বছর ধরে তাঁতের কাজ করে সংসার চালিয়েছেন মাইজপাড়ার সত্তরোর্ধ্ব সলেমান তালুকদার। তিনি জানান, ১২ বছর আগে পেশা ছেড়েছেন। এলাকার তৈরি জিনিসের কদর ছিল তখন। এখন সবকিছু বাইরে থেকে আসছে।

নড়াইল শহরের রূপগঞ্জ বাজারের গামছা, লুঙ্গি, শাড়ি বিক্রেতা দোকানিরা নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, জানান, আগে তারা স্থানীয়ভাবে তৈরি জিনিসই বিক্রি করতেন। এখন তো আর পাওয়া যায় না। তাই কুষ্টিয়া, পাবনা, ঢাকার বিভিন্ন কোম্পানির পণ্য বিক্রি করেন তারা।

এ ব্যাপারে নড়াইল বিসিকের উপপরিচালক এসএম কামরুল হাসান নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, জানান, বিভিন্ন টেক্সটাইল, গার্মেন্ট কারখানা অনেক কম দামে গামছা, লুঙ্গি, শাড়ি বিক্রি করছে।

ফলে স্থানীয় তাঁতিরা মার খেয়ে যাচ্ছেন। বৃহৎ শিল্পের মারপ্যাঁচে কুটির শিল্প গুটিয়ে যাচ্ছে। পাশাপাশি উপকরণের দামও বেড়েছে। তবে বিসিক থেকে কারিগরদের তালিকা তৈরি করে তাদের অর্থনৈতিক সহায়তা, প্রশিক্ষণ প্রদান ও বাজার সৃষ্টির পদক্ষেপ নেয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

দেখা হয়েছে: 447
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪