|

নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে ৪ জুয়াড়িসহ গ্রেফতার ৭

প্রকাশিতঃ ৪:৫৪ অপরাহ্ন | জানুয়ারী ৩০, ২০১৮

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■

নড়াইলে কর্মরত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের সঠিক দিকনির্দেশনা ও মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণার পরও অলিগলিতে অত্যন্ত সুকৌশলে ভ্রাম্যমানভাবে মাদক বিক্রি হচ্ছে ও জমজমাট জুয়ার আসর চলছে।

এমন খবরের পরিপ্রেক্ষিতে নড়াইল থানার ওসি (তদন্ত) হরিদাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এসআই আইয়ুব, এএসআই আনিচ ও এএসআই মনির সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৪ জুয়াড়ি ও ৩ লিটার মদসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো সিংগিয়া কোমখালী গ্রামের সুজিত খানের ছেলে নিয়াজ মাসুদ খান (৩৫), নড়াইল সদর উপজেলার চরবিলা গ্রামের হাফিজ মন্ডলের ছেলে মঞ্জু মন্ডল (৩০), একই গ্রামের ছলেমান মন্ডলের ছেলে আলমগীর মন্ডল (৩১), আমির মন্ডলের ছেলে মুস্তাইন মন্ডল (২৬), গোলাম রসুল মন্ডলের ছেলে বাবলু মন্ডল (৩২)।

এ সময় নিয়াজ মাসুদ খানের কাছ থেকে ৩ লিটার দেশীয় মদ পাওয়া যায়। অপরদিকে আরেকটি অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ও গাঁজাসহ দুই ভ্রাম্যমান মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো যশোর জেলার বাঘারপাড়া উপজেলাধীন নুতনগ্রামের বাসিন্দা লুৎফর বিশ্বাসের ছেলে আজম (২৪) ও নড়াইলের সদর উপজেলাধীন ধুড়িয়া গ্রামের বাদশাহ মোল্যার ছেলে বাইজিদ মোল্যা (২২)।

এদিকে নড়াইল থানা পুলিশের এ অভূতপূর্ব সাফল্যকে কেন্দ্র করে তাদেরকে আরো বেশি উৎসাহিত করতে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম পুরস্কার ঘোষণা করেছেন। তিনি বলেন, নড়াইল থানা পুলিশের কর্মকে আরও বেগবান করতে এ পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুরস্কার প্রাপ্তির আশায় তারা আরো বেশি কাজ করবে বলে তিনি ধারণা করেন।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পুলিশ সুপারের সঠিক দিকনির্দেশনা অনুযায়ী থানা পুলিশের অভিযানে আমরা তাদেরকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হই।

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, চার জুয়াড়ি আটকের বিষয়ের সত্যতা স্বীকার করে আমাদের জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, ভালো কাজ করলে পুরস্কার ও খারাপ কাজ করলে তিরস্কার। কাজেই সকলকে ভালো কাজের দিকে এগিয়ে যেতে হবে।

জুয়া মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। কাজেই জুয়াড়িদের কিছুদিন জেল-হাজতে আটকে রাখলে তারা নিজেদের শুধরানোর সুযোগ পাবে। এজন্যই তাদেরকে আটক করা হয়েছে।

দেখা হয়েছে: 450
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪