|

নড়াইলবাসী ভাষা শহীদদের স্মরণ করবে লাখো প্রদীপ জ্বালিয়ে

প্রকাশিতঃ ১২:৫২ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ২২, ২০১৮

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■

লাখো প্রদীপ জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ করবে নড়াইলবাসী। ‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’ এই প্রতিপাদ্যকে ধারণ করে সন্ধ্যায় শহরের কুড়িরডোব মাঠে ব্যতিক্রমধর্মী এই স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে ভাষা দিবসের ৬৭তম বার্ষিকীতে ৬৭টি ফানুস ওড়ানো হবে।

আয়োজক কমিটির সদস্য খন্দকার শাহেদ আলী শান্ত জানান, একুশের আলো উদযাপন পর্ষদের আয়োজনে ১৯৯৮ সালের ২১ ফেব্রুয়ারি স্বল্প পরিসরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে ব্যতিক্রমধর্মী এই স্মরণানুষ্ঠান শুরু হয়। এরপর প্রতিবছরই এর পরিধি বাড়তে থাকে। গত কয়েক বছর ধরে জ্বালানো হয় এক লাখ প্রদীপ।

পশ্চিম আকাশে সূর্য অস্তমিত যাওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার ঘনিয়ে আসে। তখন একযোগে জ্বালিয়ে দেওয়া হয় মাঠজুড়ে লাখো প্রদ্বীপ। অন্ধকারকে ভেদ করে আলোকিত হয়ে ওঠে পুরো মাঠ। একই সঙ্গে পরিবেশিত হয় দেশাত্ববোধক গান। ব্যতিক্রমধর্মী এই স্মরণানুষ্ঠান উপভোগ করেন নানা শ্রেণি-পেশার মানুষ।

আয়োজক কমিটির অপর সদস্য মুন্সী আসাদুর রহমান জানান, প্রদীপ প্রজ্জ্বলন উপলক্ষে মাঠ জুড়ে আঁকা হয়েছে শহীদ মিনার, স্মতিসৌধ, বিভিন্ন বর্ণসহ আল্পনা। এসব আল্পনার মধ্যদিয়ে জ্বালানো হবে মোমবাতি। প্রায় ২০ জন শ্রমিক এক সপ্তাহ ধরে কাজ করে যাচেচ্ছন।

এই মাঠে কর্মরত শ্রমিক রমেশ জানান, চুন দিয়ে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের অক্ষর ও আল্পনা করা হয়েছে। নকশার মাঝে মোমবাতি স্থাপনের জন্য ছিদ্র করা হচ্ছে। এ কাজে অংশ নিতে পেরে তাদের খুব ভালো লাগে।

কাঠমিস্ত্রি রমেন জানান, কাঠ দিয়ে স্মৃতিসৌধ, শহীদ মিনার তৈরি করা হয়েছে। স্মৃতিসৌধ ও শহীদ মিনারজুড়ে বসানো হবে মোমবাতি। একুশের আলো উদযাপন পর্ষদের সদস্য সচিব নাট্য অভিনেতা কচি খন্দকার জানান, শহীদদের স্মরণের পাশাপাশি অন্ধকার থেকে বাংলাদেশকে আলোকিত করার উদ্দেশ্যেই প্রতিবছর এই আয়োজন। ভাষা আন্দোলনের ৬৭তম বার্ষিকীতে ওড়ানো হবে ৬৭টি ফানুস। এই অনুষ্ঠান আগামীতে সারাদেশে ছড়িয়ে পড়বে এমনটাই আশাবাদী।

বুধবার সন্ধ্যায় সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই প্রদীপ প্রজ্জ্বলনের উদ্বোধন করবেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের পত্নী বেগম ফজিলাতুন্নেছা। এর পরপরই মোমবাতি প্রজ্জ্বলনের কাজে অংশ নেবে চার হাজার শিশু-কিশোর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন নড়াইল জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম(অতিরিক্ত ডিআইজি) সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাসসহ অনেকে।

প্রদীপ প্রজ্জ্বলেনর যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসিলাম জানান, মাঠে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে।

নড়াইলবাসী ভাষা শহীদদের স্মরণ করবে লাখো প্রদীপ জ্বালিয়ে

দেখা হয়েছে: 438
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪