|

নজরুল বিশ্ববিদ্যালয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবী

প্রকাশিতঃ ৯:২৪ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২৫, ২০১৮

আবু রাইহান, ত্রিশাল প্রতিনিধিঃ

ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষ্যমের ঠাঁই নেই’ এই স্লোগানে পাঁচ দফা দাবিতে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রোববার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরের সামনে তারা এ দাবিতে মানববন্ধন করেন।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীরা কোটা ব্যবস্থা সংস্কার করে শতকরা ৫৬ ভাগ থেকে কমিয়ে ১০ ভাগে নিয়ে আসার দাবি জানিয়েছেন তারা।

এছাড়া কোটায় যোগ্য প্রার্থী না থাকলে শূন্য পদগুলোতে মেধারভিত্তিতে নিয়োগ দেয়া, চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একের অধিকবার ব্যবহার বন্ধ করা, কোটায় কোনো বিশেষ ধরনের নিয়োগ পরীক্ষা না নেয়া, চাকরির পরীক্ষায় সবার জন্য অভিন্ন নম্বর কর্তন ও বয়সসীমা রাখাসহ কোটা সংস্কারের পক্ষে পাঁচ দফা দাবি তুলে ধরেন।

নজরুল বিশ্ববিদ্যালয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবী

নজরুল বিশ্ববিদ্যালয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবী

দেখা হয়েছে: 394
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪