|

দিনাজপুর হিলির আলোচিত অপরাধ বার্তার খবর

প্রকাশিতঃ ৩:১৭ পূর্বাহ্ন | মার্চ ০২, ২০১৮

৭ মার্চ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

হিলিতে ৭ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক আলোচনা সভা বৃহস্পতিবার বিকেল ৩ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার শুকরিয়া পারভীনের সভাপতিত্বে প্রস্তুতিমুলক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

এরপর একই সভাকক্ষে বিকেল সাড়ে ৩ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক পৃথক সভা উপজেলা নিবার্হী অফিসার শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বিরামপুরে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা
দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার সকল প্রতিষ্ঠানের প্রাথমিক সমাপনী, এবতেদায়ী, জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৪৫জন ছাত্র-ছাত্রীদের বৃহস্পতিবার আড়ম্বরপূর্ণ সংবর্ধনা দেয়া হয়েছে।

বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ কবীরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম, ঢাবি শিক্ষক ড. এস.এম মাহফুজুর রহমান, বিজুল কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. নূরুল ইসলাম, ঢাকাস্থ দিনাজপুর দক্ষিণ অঞ্চল উন্নয়ন ফোরামের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মাসুদ আলী খাঁন, অর্থ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব হুমায়ন কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান মন্ডল, দিনাজপুর সরকারী কলেজের উপাধ্যক্ষ আব্দুল বাছেদ মন্ডল প্রমূখ।

হিলিতে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিনাজপুর জেলার হিলিতে হাকিমপুর ডিগ্রী কলেজ মাঠে বৃহস্পতিবার সকাল ১০টায় ডলি মেমোরিয়াল স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ মতিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত।

বিশেষ অতিথি ছিলেন হিলি স্থলবন্দরের আমদানী রপ্তানী গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন, স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, প্রাইভেট স্কুল সোসাইটির সভাপতি আলহাজ¦ সোহরাব হোসেন প্রমুখ।

নবাবগঞ্জে ৩ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে ৩টি উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন
বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জে ৩ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে ৩টি উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন দিনাজপুর অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী মো. মালেক সরকার।

নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী আব্দুল কুদ্দুস জানান, চলতি অর্থ বছরে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা সদরে ১ কোটি ৯৪ লাখ টাকা বরাদ্দে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ১ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দে কপালদাঁড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ ও পিইডিপি-৩ এর অধীনে ১২ লাখ ৬৩ হাজার টাকা বরাদ্দে গরীবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণ শেষ হওয়ায় তত্বাবধায়ক প্রকৌশলী সরেজমিনে প্রকল্প তিনটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।

দেখা হয়েছে: 671
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪