|

জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা বাংলার দাবিতে অনলাইন আবেদন শুরু

প্রকাশিতঃ ৩:০০ পূর্বাহ্ন | মার্চ ০২, ২০১৮

ঝিনাইদহ প্রতিনিধিঃ
জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা বাংলার দাবিতে ঝিনাইদহে র‌্যালি, আলোচনা সভা ও অনলাইন ভোটিংয়ের উদ্বোধন করা হয়েছে। অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ এর আয়োজনে বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সম্পাদক নিজাম জোয়ার্দ্দার বাবলু, সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান টিপু, সিনিয়র সাংবাদিক দেলোয়ার কবির ও বিহঙ্গের সাধারণ সম্পাদক শাহীনুর আলম লিটন, জাগোনিউজ’র ঝিনাইদহ প্রতিনিধি আহমেদ নাসিম আনসারীসহ সাংবাদিকরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, আমাদের অনেক আগেই এই রকম উদ্যোগ নেওয়া উচিত ছিল। আমাদের বাংলা ভাষাকে সকল ক্ষেত্রে ব্যবহার করে বিশ্বে বাংলা ভাষার মর্যদা তুলে ধরতে হবে। দেশের সকল স্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।

আমাদের গবেষণার বিষয়গুলিকে বেশি বেশি বাংলায় প্রচার করতে হবে যেন বিশ্বে বাংলার মর্যাদা আরও বৃদ্ধি পায় এবং আশা করছি খুব শীঘ্রই জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা বাংলা হিসেবেও স্বীকৃত হবে। পরে উপস্থিত অতিথিসহ অন্যান্যরা ‘জাতি সংঘে বাংলা চাই’ এর অনলাইন ভোট প্রদান করেন।

দেখা হয়েছে: 309
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪