তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে গ্রম্য সালিশে মাত্র আড়াই হাজার টাকা জরিমানা ও ১০ ঘা জুতাপেটা করে ধর্ষণ চেস্টার অভিযোগ ধেকে অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে মুক্তি দেয়া হয় বলে অভিযোগ উঠেছে।
তানোরের পাচন্দর ইউপির দুবইল গ্রামের বাসিন্দা মৃত আব্বাস আলীর পুত্র জাহাঙ্গীর আলম স্থানীয় সাঁওতাল পল্লীর জনৈক ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের চেস্টা করে হাতে নাতে ধরা পড়ে। এ ঘটনায় ভিকটিম বাদি হয়ে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে তানোর থানায় অভিযোগ করতে গেলে গ্রাম্য প্রধানরা তাকে নায্য বিচার পাইয়ে দেবার প্রতিশ্র“তি দিয়ে ফিরিয়ে নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলতি বছরের ১৩ ফেব্ররুয়ারী মঙ্গলবার দিবাগত রাতে দুবইল গ্রামে এই সালিশ বৈঠক হয়েছে। তানোরের পাঁচন্দর ইউপি যুবলীগের সভাপতি ও দুবইল স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলামের নেতৃত্বে সালিশ বৈঠকে আরো উপস্থিত ছিলেন শামসুদ্দীন মন্ডল সামু প্রমূখ।
সালিশ বৈঠকে অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে দোষী সাব্যস্ত করে তার আড়াই হাজার টাকা জরিমানা ও ১০ ঘা জুতাপেটা করার আদেশ দেন বিচারকগণ। এদিকে নায্য বিচার না পেয়ে সাঁওতাল পল্লীর বাসিন্দাদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
এব্যাপারে শামসুদ্দীন মন্ডল সামু বলেন, এটা ধর্ষণের ঘটনা না তাছাড়া জাহাঙ্গীর আলম খুব গরিব তাই জুতাপেটা ও আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, ধর্ষণ বা ধর্ষণ চেস্টার অভিযোগ আপোষযোগ্য নয়। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।