|

পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগের কমিটি দুইটি বিলুপ্ত ঘোষণা

প্রকাশিতঃ ২:০৫ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ২৫, ২০১৮

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, গাইবান্ধা জেলার অন্তর্গত পলাশবাড়ী উপজেলা শাখায় গঠনতন্ত্র বিরোধী নবগঠিত দুইটি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো এবং সেই সাথে আপনারা (জেলা কমিটি), আব্দুল লতিফ (আহবায়ক, বাংলাদেশ ছাত্রলীগ, গাইবান্ধা জেলা শাখা), রাশেদ মাহমুদ রনি (যুগ্ম-আহবায়ক, বাংলাদেশ ছাত্রলীগ, গাইবান্ধা জেলা শাখা), শাহরিয়ার আহমেদ শাকিল (যুগ্ম-আহবায়ক, বাংলাদেশ ছাত্রলীগ, গাইবান্ধা জেলা শাখা),-গঠনতন্ত্র ভঙ্গ করায় কেন আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী আটচল্লিশ (৪৮) ঘন্টার মধ্যে যথাযথ কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হলো।

মর্মে এমন নির্দেশনা সম্বলিত কেন্দ্রীয় নির্বাহী সংসদের দলীয় পত্রে ২৩ ফেব্রুয়ারী কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারী মঙ্গলবার জেলা কমিটির আহবায়ক আব্দুল লতিফ, সিনিঃ যুগ্ন আহবায়ক রাহাত মাহমুদ রনি’র স্বাক্ষরিত সংগঠনের জেলা শাখার দলীয় পত্রে মামুন আর রশিদ সুমন কে সভাপতি ও খন্দকার ফরহাদ হোসেন কে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন করে।

এ কমিটি অনুমোদনের ফলে বিতর্কিত ব্যক্তিকে দিয়ে এ কমিটি দাবী করে। এরপর উপজেলার পদ বঞ্চিত ছাত্রলীগের নেতারা কমিটি প্রত্যাখান করে কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ, অবস্থান কর্মসূচী, সাংবাদিক সম্মেলন করে।

এঘটনার পর পদ বঞ্চিত নেতাদের দাবীর সাথে একত্তোতা ঘোষণা করে। ছাত্রলীগের জেলা কমিটির যুগ্ন আহবায়ক শাহরিয়ার আহমেদ শাকিল দলীয় পত্রে স্বাক্ষরিত মোস্তাকিম সরকার বাবলা কে সভাপতি ও নাজিবুর রহমান নয়ন কে সাধারণ সম্পাদক করে আরেকটি কমিটি অনুমোদন করার প্রথম দিনেই।

এ কমিটির সাধারাণ সম্পাদক নাজিবুর রহমান নয়ন আগে পদ হতে অব্যহতি নেন। এরপর বর্তমান জেলা কমিটির উভয়ে মিলে আলাদা আলাদা ভাবে প্রদানকৃত কমিটি ২ টি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ আজ ২৩ ফেব্রুয়ারী বিলুপ্ত ঘোষণা করেন ।

দেখা হয়েছে: 1392
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪