|

জমি নিয়ে সংঘর্ষে স্কুলছাত্রীসহ আহত ১০ ঘটনাস্থলে পুলিশ মোতায়েন

প্রকাশিতঃ ১০:৪৮ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২০, ২০১৮

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■

নড়াইলের কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই স্কুলছাত্রীসহ ১০ জন আহত হয়েছেন। এসময় ৪টি পরিবারের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার ভোর সাড়ে ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত আনিচ শেখ (৩৫), জাকির শেখ (৬০), নাজির শেখ (৫৫), আফজাল শেখ (৪৫), কাওছার শেখ (৫৪), ৮ম শ্রেণির স্কুলছাত্রী সুখী ও সুফিয়াকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বাহিরপাড়া গ্রামের রশিদ শেখ ও ইসরাফিল শেখের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলে আসছে। ৬ বছর পর এই মামলায় রশিদ শেখ তার পক্ষে রায় পান।

এ নিয়ে প্রতিপক্ষ ইসরাফিল শেখ উচ্চ আদালতে আপিল করে এবং বিরোধপূর্ণ ওই জমিতে ঘর তুলতে যায়। এসময় রশিদ শেখ বাধা দিলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে মঙ্গলবার (২০-ফব্রুয়ারি) ইসরাফিল শেখ তার লোকজন নিয়ে অতর্কিতভাবে রশিদ শেখের লোকজনের ওপর লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় ও মারধর করে আহত করে।

ঘটনার সময় রশিদ শেখ, কওছার শেখ, আবজাল শেখ ও সাবেক ইউপি সদস্য আলী আহম্মদের বাড়িঘর ভাঙচুর করা হয় বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। কাশিপুর ইউপি সদস্য মো. ইব্রাহিম জানান, বিরোধপূর্ণ জমিতে ঘর উঠানো নিয়ে মারামারির ঘটনা ঘটেছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম আমাদের জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

দেখা হয়েছে: 385
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪