|

বস্তা প্রতি ১২কেজি থেকে ১৫ কেজি করে গচ্ছা যাচ্ছে আলু

প্রকাশিতঃ ২:১৫ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২৮, ২০১৮

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
কৃষকের রক্ত ঘামের উৎপাদিত আলু ১২কেজি থেকে ১৫ কেজি করে প্রতি বস্তায় গচ্ছা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। চলতি মৌসুমে রাজশাহীর তানোরে একাধিকবার মাইকিং করে আলু কেনা বেচা ও হিমাগারে রাখতে ৫০কেজি আলুর বস্তা ব্যবহারে নির্দেশনা দেন কর্তৃপক্ষ।

এমন নির্দেশনার পর বড় বস্তা বা ১শ কেজি করে বস্তায় আলু কেনা বেচা হচ্ছে বলে একাধিক চাষিরা নিশ্চিত করেন। এতে করে ৮০ কেজি আলুর বিপরীতে ৯৫ কেজি থেকে ১শ কেজি ও ৫০ কেজির বস্তায় ৬০ কেজি থেকে ৬৫ কেজি করে দেদারসে বিক্রি হচ্ছে আলু।

ফলে কৃষকের অধিক পরিশ্রমের রক্ত ঘামের আলু গচ্চা যাচ্ছে নিন্মে ১০ কেজি থেকে ঊর্ধ্বে ২০কেজি পর্যন্ত। জানা গেছে ৮০ কেজির বস্তায় আলু কেনা বেচা এবং হিমাগারে রাখত চাষিরা। আবার বিক্রির ক্ষেত্রে ৮০ কেজির জায়গায় নিন্মে ৮৫ কেজি ঊর্ধ্বে ৯০ কেজি করে বিক্রি হত। আর যে সব চাষিরা হিমাগারে আলু রাখত তাঁরা ৮০ কেজির বিপরীতে ৯৫ থেকে ১শ কেজির বস্তায়।

গত মৌসুমে বিশেষ করে প্রথম বারের মত রহমান গ্রুপের রহমান পটেটো কোল্ড স্টোরেজে ৮০ কেজির বস্তার বিপরীতে বেশির ভাগ চাষিরা ১শ কেজি করে আলু রেখেও ভাগ্যে জুটে ৭০ থেকে ৭৫ কেজি করে। এই সব বিবেচনায় নিয়ে কৃষি বিভাগ চলতি মৌসুম থেকে ৫০কেজি বস্তায় কেনা বেচা ও হিমাগারে রাখতে নির্দেশ দেন।

চাষিরা জানান হিমাগারে বস্তা প্রতি ১শ কেজি করে আলু রেখে ৮০ কেজি করে ভাগ্যে জুটে । এবার হিমাগার কর্তৃপক্ষ প্রতি বস্তায় ৫০ কেজি করে আলু দিতে কঠোর নির্দেশ দিয়েছেন। এমন কি ১কেজি আলু বেশি দেয়া যাবেনা । যার কারনে যে সব চাষিরা হিমাগারে ৫০ কেজি করে আলু রাখা হলে বের করার সময় ৩০ থেকে ৩৫ কেজি আলু ভাগ্যে জুটবে কিনা সন্দেহ। সম্প্রতি তানোরে হিমাগার পরিদর্শনে আসেন জেলা ভ্রাম্যমান আদালত। এসে প্রতিটি হিমাগার কে ৫০ কেজির বস্তায় আলু রাখতে কঠোর নির্দেশ দেন ।

তাঁরা রহমান হিমাগারে গিয়ে ভ্রাম্যমান আদালতের এমন নির্দেশ পেয়ে বেশ কিছু চাষিরা আদালতকে জানান ৫০ কেজি বস্তায় আলু রাখলে আমাদের লোকসান গুনতে হবে। কারন হিসেবে তাঁরা আদালতকে জানান বড় বস্তায় আলু রাখলে ভাড়া গুণতে হত ৩৬৫টাকা করে এবং বড় বস্তায় ৯৫ থেকে ১শ কেজি আলু রেখে ভাগ্যে মিলত ৮০ থেকে ৮৫ কেজি করে আলু ।

কিন্তু ৫০কেজির বস্তায় ভাড়া নির্ধারণ করা হয়নি । আবার ৫০ কেজির বস্তায় আলু রাখলে ভাগ্যে ৩০ থেকে ৩৫ কেজি মিলতে পারে । এখানে লোকসান চাষিদের অপর দিকে হিমাগার কে লোকসান গুণতে হবেনা বলেও দাবি করেন চাষিরা। চাষিদের এমন কথার প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত সাব জানিয়ে দেন ৫০ কেজির উপরে কোন ভাবেই হিমাগারে আলু রাখা যাবেনা ।

চাষিদের এমন কথার প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত জানান আপনারা ইউএনও ও কৃষি দপ্তরকে বিষয়টি অবহিত করার পরামর্শ দেন । রহমান হিমাগারে ব্যবসা করেন এমন এক চাষি জানান ৫০কেজির বস্তায় আলু রাখা মানে পথে বসা চাষিদের । কারন হিসেবে ওই চাষি জানান ৯৫ থেকে ১শ কেজি করে আলু রেখেও ৮০ কেজি মিলেনা । আবার অনেকের আলু নষ্ট হয়ে পড়ে পচে যায়। যত মরণ আলু চাষিদের ।

রহমান হিমাগারে কর্মরত নুরুল জানান ভ্রাম্যমান আদালত কঠোর ভাবে নির্দেশ দেন ৫০ কেজির উপরে কোন ভাবেই আলু রাখা যাবেনা । কিছু বস্তা তাঁরা ওজন করে দেখেন কোনটি ৫৩ কেজি কোনটিতে ৫২ কেজি করে পান । সেটাও বেশি হয়েছে বলে সতর্ক করেন ।আমিও চাষিদের সাব বলে দিয়েছি ৫০ কেজির ঊর্ধ্বে ১কেজি আলু বেশি নেয়া যাবেনা । তিনি আরো জানান রহমান গ্রুপের দেশ কোল্ডস্টোরেজে আলু ৫০ কেজির উপরে পেয়ে আদালত ১লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন ।

আলু চাষি কেতাব সারোয়ার জানান গত মৌসুমে বস্তা প্রতি ১শ কেজি করে আলু রেখে পাওয়া যায় ৭০ থেকে ৭৫ কেজি করে । ৫০ কেজির বস্তায় হিমাগারে আলু রাখা মানে আমাদের ব্যাপক লোকসান হওয়া । মামুন নামের আরেক চাষি জানান গত মৌসুমে আলুতে ব্যাপক লোকসান হয়েছিল। এবার সেই লোকসান পুশিয়ে নিতে পুনরায় আলু চাষ করেছি ।

কিন্তু হিমাগার জানিয়েছেন ৫০ কেজির বস্তায় আলু দিতে হবে। ৫০ কেজির বস্তায় আলু দেয়া হলে হিমাগার থেকে বের করার সময় ৩০ থেকে ৩৫ কেজি করে জুটতে পারে। আবার ভাড়া কত নির্ধারণ করা হয়নি। এমন আইন করা মানে কৃষককে পথে বসানো।

কৃষি অফিস সুত্রে জানা যায় উপজেলায় এবারে আলু চাষ হয়েছে ১৩ হাজার ১শ হেক্টর জমিতে। উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলামের ব্যক্তিগত মোবাইলে ফোন দেয়া হলে শুধু বিজি আর বিজি পাওয়া যায়।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মুহাঃশওকাত আলী বলেন বড় বস্তায় যে ভাড়া নিত হিমাগার ৫০ কেজির বস্তায় আনুপাতিক হারে সে ভাড়াই নিতে হবে। কোন ভাবেই চাষিদের ক্ষতিগ্রস্থ করা যাবেনা। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলে জানান তিনি।

দেখা হয়েছে: 1425
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪