|

রাজশাহীতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার

প্রকাশিতঃ ২:৫৬ পূর্বাহ্ন | মার্চ ০১, ২০১৮

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর আদালত থেকে পালিয়ে যাওয়া ইব্রাহিম মার্শাল নামের আসামীকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে মহানগরীর সাহেব বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে দুপুর ১২টার দিকে আদালতের কাঠগড়া থেকে হাতকড়াসহ পালিয়ে যান ইব্রাহিম। তবে গ্রেপ্তারের সময় পুলিশ হাতকড়াটি উদ্ধার করতে পারেনি। ইব্রাহিম রাজশাহী নগরীর শিরোইল এলাকার আশরাফ আলীর ছেলে।

আদালত থেকে পালানোর ঘটনায় নগরীর রাজপাড়া থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। রাজশাহী মহানগর জজ আদালতের পরিদর্শক আবুল হাসেম জানান, আসামি ইব্রাহিমের বিরুদ্ধে আগে থেকেই নগরীর দুই থানায় দুটি মামলা ছিল। এর মধ্যে একটি মামলায় তিনি এক মাসের সাজা প্রাপ্ত ছিলো।

অন্য আরেকটি মাদকের মামলায় মঙ্গলবার আদালতে তার হাজিরা ছিল। এ জন্য তাকে কারাগার থেকে নিয়ে রাজশাহীর মহানগর হাকিমের আদালত-৩ এ তোলা হয়েছিল। ওই আদালতের কাঠগড়ায় তিনজন আসামি ছিলেন। আর দায়িত্বে ছিলেন মাসুদ হোসেন নামে এক পুলিশ সদস্য।

আদালতের কার্যক্রম শুরুর পর বেলা ১২টার দিকে আসামি ইব্রাহিম কাঠগড়া থেকে পালিয়ে যান। পরিদর্শক আবুল হাসেম জানান, কাঠগড়ায় দুই আসামিকে একসঙ্গে একটি হাতকড়া পরানো হয়েছিল। আর ইব্রাহিমকে একাই একটি হাতকড়া পরানো হয়েছিল। পুলিশ সদস্য মাসুদ অন্য দুই আসামির দিকে নজর দিলে ইব্রাহিম হাতকড়া নিয়েই দৌড় দেন। এরপর পুলিশ তার পিঁছু নিলেও তখন তাকে আর ধরা যায়নি।

এবিষয়ে রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, রাত ১০টার দিকে ইব্রাহিমকে সাহেব বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে পালানোর ঘটনায় আদালতের পরিদর্শক আবদুল হান্নান বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় একটি মামলা করেন।

দেখা হয়েছে: 456
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪