|

রাজশাহীতে আরসিআরইউ’র সভাপতি সুইটি, সম্পাদক উবায়দুল্লাহ

প্রকাশিতঃ ১:৫৮ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ২১, ২০১৮

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) ২০১৮ সালের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন বৃটিশ কাউন্সিল এ্যাক্টিভ সিটিজেনের ফ্যারিসলেটর ও রেডিও পদ্মার সাবেক প্রডিউসার শামসুননাহার সুইটি।

আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সানশাইনের স্টাফ রিপোর্টার ও পদ্মা নিউজের সাব-ইডিটর এম. উবায়দুল্লাহ। মঙ্গলবার সকালে সংগঠনের উপদেষ্টা ও রাজশাহী কলেজ মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক আজমত আলী নতুন এ কমিটি ঘোষণা করেন।

এসময় কলেজের শহীদ এএইচএম কামারুজ্জামান ভবনের ১০১ নং কক্ষে অনুষ্ঠিত নবীন বরণ ও কমিটি ঘোষনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বর্তমান সভাপতি শামসুননাহার সুইটি।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহামন, উপদেষ্টা ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ড. সৈয়দ আলী আহসান ও বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান।

এসময় অন্যান্যদের মধে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফেরদৌস সিদ্দিকী, আজীবন সদস্য ও সময় টেলিভিশনের রিপোর্টার রাকিবুল হাসান প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ২০১৮ সালের নয় সদস্যের নতুন এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক বাবর মাহমুদ (পদ্মা নিউজ), অর্থ সম্পাদক সিদ্দিকুর রহমান (ক্যাম্পাস লাইভ টোয়েন্টিফোর ডটকম), দপ্তর সম্পাদক আসাদুজ্জামান নূর (দৈনিক সানশাইন), প্রশিক্ষন ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফারিহা রহমান আন্নি (সাবেক, বরেন্দ্র টেলিভিশন), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মোফাজ্জল বিদ্যুৎ (দৈনিক সানশাইন) নির্বাহী সদস্য বাসির ফুয়াদ (প্রেসটাইম ও পদ্মা টাইমস টুয়েন্টিফোর ডটকম) ও মরিয়ম সাথী (খবর টুয়েন্টিফোর ডটকম)। এছাড়ার কমিটির সদস্য নির্বাচিত হয়েছে হাদিসুর রহমান, শাহিন আক্তার, ইন্দিরা ঘোষ, মাহবুবুর রহমান, মৌমিতা চায়না, নাজমুন্নাহার নেহা, রিবিকা বালা, ও ফারহানা মুক্তি।

এদিকে, নয়া এ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান ও উপাধ্যক্ষ প্রফেসর আল ফারুক চৌধুরী। আলাদা বার্তায় তারা নতুন এ কমিটির সর্বাত্মক সফলতা কামনা করেন।

নতুন এ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) ও রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরটিজেএ)। আরইউজের সভাপতি কাজী শাহেদ ও ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুর রহমান রকি এবং আরটিজেএ’র সভাপতি আহসান হাবীব অপু ও সম্পাদক মেহেদি হাসান শ্যামল এক বার্তায় এ অভিনন্দন জানান।

এছাড়া অভিনন্দন জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, রাজশাহী বিশ^বিদ্যালয় প্রেস ক্লাব ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। অলাদা আলাদা বার্তায় সংগঠনের সভাপতি ও সধারণ সম্পাদক এ শুভেচ্ছা জানান।

দেখা হয়েছে: 437
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪