|

রতনের সন্তানদের আর ভাত খাওয়া হলো না

প্রকাশিতঃ ১২:০৪ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ২৫, ২০১৮

বিশেষ প্রতিনিধি, ঈশ্বরগঞ্জঃ

সকাল থেকে পাশের বাড়িরর আতাউর রহমানের পুকুরে মাটি খাটার কাজ করছিলেন রতন খান। শুক্রবার হওয়ায় ভোর পাঁচটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত মাটিকাটা শুরু হয় পুকুরে। তারপর পারিশ্রমিক নিয়ে বাড়িতে ফেরেন।

সকালে খিচুড়ী খেলেও দুপুরের খাওয়ার জন্যে ঘরে কিছুই নেই। তাই পারিশ্রমিকের টাকা পাওয়ার সাথে সাথে প্রাতিবেশীর সাইলে নিয়ে দুপুরে রান্না জন্যে চাল কিনতে ছুটেন ঈশ্বরগঞ্জ বাজারের দিকে। পথিমধ্যে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারাণ রতন খান। তাঁর সাথে প্রাণ যায় আরো তিন বাস যাত্রীর আহত হয় আরো অর্ধশত।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চরহাসেনপুর ভূইয়া ফিলিং স্টেশনের কাছে ওই দুর্ঘটনা ঘটে। রতনের বাড়ি উপজেলার জাটিয়া ইউনিয়নের ঘাগড়াপাড়া গ্রামে।

দুর্ঘটনার পর ড়িতে গিয়ে দেখা যায়, লাশের পাশে স্বজনদের আহাজারী। সংসারের এক মাত্র উপার্জন কারী রতনের চলে যাওয়া কেউ মানতে পারছেন না।

গত দুইদিন ধরে ঘরে চাল না থাকায় পাশের বাড়ি থেকে চাল ধার নিয়ে রান্না হচ্ছে। রাতের খাবার শেষে পাতিলে যা থাকে তা দিয়েই চলে সকালের নাস্তা। দুই ছেলে ও এক মেয়ের জনক রতন। ছেলে রমজান পৌরসদরের চরনিখলা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র, মেয়ে মিনা আক্তার পড়েন ঘাগড়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে, দুই বছরের নুর মোহাম্মদের স্থান এখনো মায়ের কোল।

প্রতিদিন সকালে নাস্তা খেয়ে রমজান ও মিনা স্কুলে চলে যায়। সেদিন শুক্রবার হওয়ায় কাউকে স্কুলে যেতে হয়নি। গত রাতে বেশি ভাত ছিলনা বলে সকালে রান্না করা এক প্লেট খিচুরি তিন ভাইবোন ভাগাভাগি করে খেয়েছে। বাবা তাদের বলে ছিলেন দুপুরে পেট ভরে খেতে পারবে। বাজারের দিকে চাল কিনতে ছুটেও গিয়ে ছিলো।

ভাগ্যের নিদারুন উপহাসে বাবার নিথর দেহ এসেছে বাড়িতে। আসেনি চাল। রান্না হয়নি দুপুরে। শিশু সন্তানরা বাকরুদ্ধ হয়ে পড়ছে। দুপুরে তাই খাবারে কথা হয়তো তাদের ধ্যানে নেই। কিন্তু রাত থেকে পরবর্তী রান্নার নিশ্চয়তাও তো নেই রতনের সংসারে। অনিশ্চয়তায় পড়েছে সন্তানদের লেখাপড়া। এ সমাজ পারবে কি রতনের সংসারের পরবর্তী ঘূর্ণীঝড়েরর তা-বলিলা থেকে বাঁচাতে। বিত্তবানদের কেউ কি এগিয়ে আসেবন রতনের সন্তানদের পাশে?

দেখা হয়েছে: 527
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪