|

সাদুল্যাপুরে বাঁশের আঘাতে শিশু কন্যা মাইশা নিহত

প্রকাশিতঃ ৯:৩১ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৪, ২০১৮

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের চকসারাই গ্রামের রাজমিস্ত্রি মামুন প্রামানিকের ৯ মাস বয়সি শিশু কন্যার ঠিকাদারি প্রতিষ্ঠানের ভেকু দিয়ে মাটি কাটার সময় বাঁশের আঘাতে মর্মান্তিক মৃত্যু হয়।

পারিবারিক ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, মাইসাকে নিয়ে ১১ বছর বয়সী খালা মুক্তা বোয়ালীদহ ঈদগাহ মাঠের পশ্চিম পাশ্বে আজ ৩ ফেব্রয়ারী শনিবার সকাল ৯টার দিকে বেড়াতে যায়। এসময় বকশীগঞ্জ ধাপেরহাট রাস্তায় বোয়ালীদহ মাঠির পশ্চিম পাশ্বে অছেক আলীর বাঁশ ঝাড় থেকে ভেকু ড্রাইভার মাটি কাটছিল মাটি কাটার সময় একটি বাঁশ শিশুটির মাথায় পরে প্রচন্ড আঘাত পায়।

দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শিশুটি মৃত্যুর মুখে ঢলে পরে। পরে ওই শিশুর লাশ বাড়ীতে এসে পৌছিলে এক করুন দৃশ্যের অবতরনা হয়। ওই দিন বিকালে পারিবারিক কবর স্থানে জানাযা শেষে মাইশাকে দাফন করা হয়।

সাদুল্লাপুর থানা পুলিশ বিষয়টি অবগত আছেন, তবে তারা কোন লিখিত অভিযোগ পাননি বলে এ প্রতিবেদক কে জানিয়েছেন। ঐ কাজের সাথে নিয়োজিত স্থানীয় হিংগার পাড়া গ্রামের মোস্তাফিজার রহমান ভেকু ড্রাইভারের নাম রতন এবং তার বাড়ী ময়মনসিংহ এলাকায় বলে জানান। এ ঘটনার পর থেকেই ভেকু ড্রাইভার ও হেলপার পলাতক আছে।

দেখা হয়েছে: 571
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪