|

ঈশ্বরগঞ্জে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষ ১৪৪ ধারা জারি

প্রকাশিতঃ ৫:২০ অপরাহ্ন | জানুয়ারী ২৮, ২০১৮

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ যুবলীগের উপজেলার নতুন আহবায়ক কমিটির সংবর্ধনাকে কেন্দ্র করে যুবলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রেনে আনে।

আজ রবিবার নতুন যুবলীগের আহবায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য মুক্তিযোদ্ধা সৃতি  চত্বরে একটি মঞ্চ তৈরি করা হয়। সকাল ১১টায় সাবেক যুবলীগের নেতাকর্মীরা মঞ্চে আগুন ধরিয়ে দেয়। এতে দু’গ্রুপের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

এঘটনায় উপজেলা প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি করে। দুপুর ১২টার দিকে নতুন আহবায়ক কমিটি শহরে একটি আনন্দ মিছিল বের করে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে মঞ্চে প্রবেশ করার সময় উভয় দুগ্রুপের মাঝে পুনরায় সংঘর্ষের সুত্রপাত হয়।

এতে পথচারীসহ কমপক্ষে ১০জন আহত হয়। গুরুত্বর আহত তারা মিয়া (৫০) আকবর আলী (৫৫) কে ঈশ্বরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। তন্মেধ্যে তারা মিয়াকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকতা এলিশ শরমিন ও ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এ উত্তেজনাকর পরিস্থিতির কারণে উপজেলা প্রশাসন পৌরশহর সহ আশপাশ এলাকায় সভা সমাবেশ ও পাঁচজনের অধিক জমায়েত নিষিদ্ধসহ ১৪৪ ধারা জারি করেছে।

ঈশ্বরগঞ্জে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষ ১৪৪ ধারা জারি -Aporadh-Barta

ঈশ্বরগঞ্জে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষ ১৪৪ ধারা জারি –Aporadh-Barta

এদিকে যুবলীগের সাবেক আহবায়ক মতিউর রহমান মতি জানান বর্তমান নতুন কমিটিতে জামাত ও স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান থাকায় আওয়ামীলীগ ও অঙ্গসংঠনের বিক্ষুদ্ধ নেতাকর্মীরা মঞ্চে আগুন ধরিয়ে দেয়। এই নতুন কমিটি বিলুুপ্ত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যহত থাকবে।

অপরদিকে নবঘটিত যুবলীগ কমিটির আহব্বায়ক আবুল খায়েরের বড় ভাই উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন জানান, নতুন কমিটিতে সাবেক কমিটির আহবায়ককে এক নম্বর সদস্য করে ৩৩সদস্য বিশিষ্ট কমিটিকে অনুমোদন দেয় জেলা যুবলীগ কমিটি। এই মিটিতে জামাত কিংবা স্বাধীনতা বিরোধী পরিবারের কোন সন্তান নেই। আমরা উপজেলা আওয়ামীলীগ যুবলীগসহ সকল অঙ্গসংঠনের নেতাকর্মীদের নিয়ে শান্তিপূর্ণভাবে শহরে আনন্দ মিছিল করেছি।

আমাদের শান্তিপূর্ন মিছিলে সাবেক কমিটির নেতাকর্মীরা হামলার চেষ্টা চালায়। কিন্তু নতুন কমিটির সদস্যরা কোনরকম সংঘাতে লিপ্ত না হয়ে ধর্য্যরে পরিচয় দেয় এবং শান্তিপূর্নভাবে আনন্দ মিছিল সমাপ্ত হয়।

দেখা হয়েছে: 616
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪