|

স্বামীর বিরুদ্ধে মামলা করায় স্ত্রীকে প্রাণ নাশের হুমকী

প্রকাশিতঃ ১২:৫৪ পূর্বাহ্ন | মার্চ ১৩, ২০১৮

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলায় যৌতুকলোভী স্বামী জিয়াউর রহমান জিয়া’র বিরুদ্ধে নারী নির্যাতন মামলা দায়ের করায় সে দুই সন্তানের জননী রুমি আক্তার ও তার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য জীবন নাশের হুমকী দিচ্ছেন বলে জানাগেছে।

মামলা সূত্রে জানাগেছে, উপজেলার বুরুঙ্গী গ্রামের মছির উদ্দিনের কন্যা রুমি আক্তারের সাথে একই উপজেলার বাটি গ্রামের মৃত ছাত্তারের পুত্র জিয়াউর রহমান জিয়ার সঙ্গে ২০১১ সালে বিয়ে হয়।

বিয়ের পর থেকে যৌতুকের দাবীতে জিয়া বিভিন্ন ভাবে শারিরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। এমতাবস্থায় রুমি দুই সন্তানের জননী হয়। যৌতুকলোভী জিয়াউর রহমান জিয়া ২০১৫ সালে এক লাখ টাকা যৌতুকের দাবীতে সন্তান দুটিসহ রুমি আক্তারকে শারিরিক নির্যাতন করে বাবার বাড়ীতে পাঠিয়ে দেয়। বাবার সংসারে অস্বচ্ছলতার কারণে দাবীকৃত যৌতুকের টাকা আনতে না পারায় এক বৎসর বাবার বাড়ীতে অবস্থান করেন। এই সুযোগে জিয়াউর রহমান রুমিকে একতরফা তালাক দেয়।

রুমি আক্তার উপায়ন্তর না পেয়ে গাইবান্ধা পারিবারিক জজ আদালতে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-২৩/২০১৬ইং। গ্রেফতারী পরোয়ানা জারী হওয়ার পর পালিয়ে থেকে যৌতুকলোভী জিয়াউর রহমান জিয়া মামলা তুলে নেওয়ার জন্য স্ত্রী রুমি আক্তার ও তার পরিবারকে জীবন নাশের হুমকীসহ বিভিন্ন ভয় ভীতি অব্যাহত রাখেন। বর্তমানে রুমি আক্তার তার দিন মজুর বাবার ঘরে অনাহারে অর্ধাহারে দিনাতীপাত করছেন।

দেখা হয়েছে: 464
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪