|

সাংবাদিক জাভেদ হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্বারকলিপি

প্রকাশিতঃ ২:০০ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২৬, ২০১৮

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ

চলমান আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব, ঢাকাটাইমস ও চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি সাংবাদিক জাভেদ হোসেনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় দায়েরকৃত মিথ্যা চাঁদাবাজী মামলা প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট স্বারকলিপি প্রদান করা হয়।

রবিবার বেলা ১১.৩০ঘটিকার সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে যুগ্ম আহবায়ক খালেদ হোসেনের নেতৃত্বে প্রদানকৃত স্বারকলিপি জেলা প্রশাসকের পক্ষে গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান ।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদক দীপক কুমার পাল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গাইবান্ধা জেলা কমিটির আহবায়ক আব্দুল হান্নান আকন্দ, যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য রবিন সেন,বিপ্লব, মাহাবুব মোর্শেদ খুশু, সিরাজুল ইসলাম রতন, আশরাফুজ্জামান সরকার প্রমুখ।

উল্লেখ্য, সাংবাদিক জাভেদ হোসেনের ছোট ভাই জিহাদ হোসেন তার বাবার দোকানের পিছনের জায়গা দখল করতে দখলদারকে বাঁধা দেয়ায় মারধরের শিকার হয়ে গুরুতর আহত হন। পরে আহত জিহাদ হোসেনের স্ত্রীর দায়ের করা মামলায় নিজেকে বাঁচাতে উক্ত আসামীরা থানা পুলিশের যোগসাজশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব চ্যানেল এস ও ঢাকা টাইমসের সাংবাদিক জাভেদ হোসেনের নামে গাইবান্ধা সদর থানায় চাঁদাবাজির একটি মিথ্যা মামলা দায়ের করেন।

১২ ফেব্রুয়ারি রাতে এই মামলাটি করেন শহরের পুর্বপাড়া এলাকার মৃত মকবুলার রহমানের ছেলে মাহাবুবার রহমান। এর আগে গত ১১ ফেব্রুয়ারি মাহাবুবার রহমানের নামে সদর থানায় মামলা দায়ের করেন সাংবাদিক জাভেদ হোসেনের ছোট ভাই জিহাদ হোসেনের স্ত্রী ববি বেগম।

এরপর হতে সাংবাদিক জাভেদ হোসেনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় দায়েরকৃত এ মিথ্যা চাঁদাবাজী মামলা প্রত্যাহারের দাবীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বিভিন্ন কর্মসূচী অব্যাহত রেখেছে।

দেখা হয়েছে: 410
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪