|

ব্রীজের পাইলিং কাজে অনিয়মের অভিযোগ

প্রকাশিতঃ ২:৪৬ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ২৬, ২০১৮

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সুন্দরগঞ্জ-মীরগঞ্জ বাজারের সংযোগ রক্ষাকারী কাটাখালের উপর নির্মিতব্য ব্রীজের পাইলিং ঢালাই কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।

জানা গেছে, উপজেলার সুন্দরগঞ্জ-চৌধুরানী সংযোগ সড়কের মধ্যে অবস্থিত মীরগঞ্জ বাজার সংলগ্ন কাটাখালের উপর ব্রীজ নির্মাণের জন্য রংপুরের পীরগাছা উপজেলা প্রকৌশলী দরপত্র আহবান করেন। দর দাতা হিসাবে বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের মধ্যে রাজশাহীর বোয়ালিয়া উপজেলার মেসার্স হোসেইন এন্টারপ্রাইজ কার্যাদেশ পান।

এদিকে নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভলপমেন্ট প্রজেক্টের আওতায় বাংলাদেশ সরকার ও জ্যাইকার অর্থায়নে ৩ কোটি ৫ লাখ ৯৩ হাজার ২’শ ৮৮টাকা ব্যয়ে ৮৫ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রীজটি নির্মাণের শুরু করেন ঠিকাদারী প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি কাজটি শুরুতেই সিডিউল অনুসরণ না করে কাজ করছেন। ব্রীজটি নির্মাণে পাইলিং ঢালাই কাজে দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলীর উপস্থিত থাকার কথা থাকলেও উপস্থিত না থেকে কার্যসহকারীকে দিয়ে তদারকি করাচ্ছেন।

এ নিয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলী আবুল মুনসুরের সাথে কথা হলে তিনি জানান, ব্রীজটি সুন্দরগঞ্জে হলেও তদারকিতে রয়েছেন পীরগাছা উপজেলা এলজিইডি।

ব্রীজটির নির্মাণ তদারকীতে নিয়োজিত পীরগাছা উপজেলা প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী হাবিবুর রহমানের সাথে কথা হলে তিনি জানান ঢালাই কাজে কার্যসহকারী উপস্থিত থাকলে ও দিবারাতে কাজ করলেও দোষের কিছু নেই।

এব্যাপারে পীরগাছা উপজেলা প্রকৌশলী নুরুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বারবার মুঠো ফোনের সংযোগ বিছিন্ন করেন।

দেখা হয়েছে: 426
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪