রবিউল ইসলাম রিমন, বিশেষ প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নে নানা আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবর্ষিকী পালিত হচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে মাত্রাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ করা হয়।
পরে মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন। এছাড়া কর্মসূচির মধ্যে রয়েছে আনন্দ মিছিল ও কেক কাটা।