|

কতৃপক্ষের উদাসীনতায় দখল হয়ে যাচ্ছে শরীয়তপুরে পৌর শহরের গুরুত্বপূর্ন খাল

প্রকাশিতঃ ৮:৫১ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২৩, ২০১৮

শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের দক্ষিন পাশে ধানুকা গ্রামে ৭ নং ওয়ার্ডের আঃ আজিজ বেপারী প্রভাব খাটিয়ে খালের জায়গা দখল করে ব্রীজের মুখে দেয়াল নির্মাণ করার কারণে জমির দুই মালিক ও এলাকা বাসীর সাথে ত্রিমূখী রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা বিরাজ করছে।

গত ২৭ জানুয়ারি সরেজমিনে গিয়ে দেখা যায়,শরীয়তপুর পুলিশ সুপারের কার্যলয় সংলগ্ন পৌরসভা স্কুল রোড, মরন বেপারীর বাড়ির পাশে ব্রীজের মুখে ইটের দেয়াল নির্মাণ ও খালের একপাশে ইটের দেয়াল তুলে পুরো খালটি দখল করে নিয়েছে আঃ আজিজ বেপারি, উদ্ধার হয়নি এখনো।

এ বিষয়ে আঃ আজিজি বেপারীর কাছে জানতে চাইলে তিনি জানান, ব্রীজের নিচে দেয়াল টানার সময় মেয়র রফিকুল ইসলাম কোতয়াল সাহেব নিজে দেখে গেছে । সে দেখে বলেছে এটা মালিকানা জমি। আপনি পাশে ড্রেনের জায়গা রেখে করেন। এই বলে আমাকে আনুমতি দিয়েছে। আমি সেই অনুযায়ী কাজ করছি।

এই ঘটনায় শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতয়ালকে জানালে, তিনি বলেন, এই ব্যপারে আমার সাথে কোন আলাপ হয় নাই। কাজ বন্ধ রাখতে বলো। আমি ঢাকা থেকে না আসা পর্যন্ত কোন কাজ হবে না।

মেয়রের কথা মত সংঘবদ্ধ হয়ে এলাকাবাসী, জনপ্রতিনিধি ও সাংবাদিকগন মিলে হাজী আঃ আজিজকে কাজ বন্ধ রাখার কথা জানালে, তিনি কারো কথায় তোয়াক্কা না করে কাজ চালিয়ে যান।

এ বিষয়ে জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খানকে মুঠো ফোনে জানালে তিনি বলেন, আপনার আরো কিছু কাজ আছে আপনার দায়-দায়িত্ব আছে কি-না, নাগরিক হিসাবে। সেটা তো আপনারাই বাধাঁ দিতে পারেন। সবাই মিলে সংঘটিত হন- না। সংঘটিত হয়ে বাধাঁতো দিতে পারেন। যদি একটা ফোন দিয়ে নিঃস্কৃতি পান, তা হলে করেন।

জেলা প্রশাসকের এমন জবাবে এলাকাবাসী জানান, আমরা প্রথমে বাধাঁ দিয়েছিলাম। সে পালং থানায় দরখাস্ত করে পুলিশ এনেছিলো। পালং থানা পুলিশ ঘটনাস্থল দেখে শান্তি শৃঙ্খলা বজায় রেখে অবৈধ কাজ করতে নিষেধ করে গেছে। তার পরেও সে কাজ করছে। এখন আমরা বাধাঁ দিতে গেলে আমাদের সাথে আঃ আজিজ বেপারীর সংঘর্ষ লাগবে। সে যদি মামলা দিয়ে হয়রানী করে তখন কে দেখবে।

পরবর্তী সময়ে মেয়র রফিকুল ইসলাম কোতয়াল সরেজমিনে গিয়ে বিষয়টি দেখে দেয়াল না ভেঙ্গেঁ, ব্রীজের মুখের খাল থেকে সরিয়ে এল (L) আকারে পাশ দিয়ে খাল খনন করার পরামর্শ দেন। এই নিয়ে পাশে থাকা জমির দাবীদার হাকিম বেপারীর সহ ২/৩ জন জমির মালিক তা মেনে নিবে না। এই নিয়ে চলছে তীব্র ক্ষোভ। খাল কেটে সরাতে গেলে বাধঁবে রক্তক্ষয়ী সংঘর্ষ।

এনিয়ে আবারও মেয়রের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ওই ভাবে খাল কাটতে বলিনি। সরকারের প্রতিনিধি জেলা প্রশাসক। পৌরসভার পক্ষ থেকে আমরা অনুরোধ করবো। যাতে করে এভাবে সরকারী খাল দখল না হয়। সেই ব্যবস্থা নেয়ার দাবী জানান।

The important canals of Shariatpur municipal town are being occupied by the authorities

স্থানীয় সুত্রে জানা যায়,আব্দুল আজিজ বেপারী তিনি জেলার সখিপুর থেকে এসে ইসমাইল বেপারীর কাছ থেকে কিছু জায়গা কিনে বাড়ি নির্মান করনে এবং ভাড়া দেন। ভুমি লোভী আব্দুল আজিজ, প্রথমে খালের এক পাশে পাকা বাউন্ডারী দিয়ে রাখেন। এখন সুযোগ বুঝে ব্রীজের নিচ দিয়ে পানি যাওয়ার পথ, ইটের দেয়াল দিয়ে বন্ধ করে দিয়েছেন।

এলাক সূত্রে জানা যায়, পালং ইউনিয়ন ভুমি অফিসের ভুমি সহকারী কর্মকর্তা’র সাথে হাজী আঃ আজিজ বেপারীর সাথে আতাত আছে তাই চুপ রয়েছে।

এ বিষয়ে পালং ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্ম-কর্তা মোঃ শহিদুল ইসলাম ফকির বলেন, কিছু দিনের মধ্যেই এই খালের বিষয়ে দেখবো। তবে মেয়র সাহেব কিভাবে সে (L) সিস্টেমে খাল কাটতে বলে, তিনি আরো জানান আমাদেরও চেইন অব কমান্ড মেনে চলতে হয়।

এলাকারবাসীর দাবী এটা সরকারী খাল। এভাবে দেয়াল দিয়ে খালের মুখ বন্ধ করা হলে, পানি বন্দী হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হবে।
এতে করে জেলা প্রসাশকের বাস ভবন এলাকা ধানুকা পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন হুগলি পৌরসভা স্কুল পর্যন্ত ৩ হাজার পরিবার পানি বন্দি হয়ে জেলা শহরে ঢুকে পড়বে বন্যার পানি।

এনিয়ে স্থানীয় পত্রিকায় সহ বিভিন্ন গনমাধ্যেমে সামাজিক যোগা- যোগ মাধ্যমে সংবাদ প্রকাশ হলেও দখল হয়ে যাওয়া খাল রক্ষা করতে দেখা যাচ্ছেনা প্রসাশনের কোনো ততপরতা।

দেখা হয়েছে: 441
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪