|

সুন্দরগঞ্জে ৪ পুলিশ হত্যা, মামলায় ৫ বছরেও বিচার হয়নি

প্রকাশিতঃ ৩:২৬ পূর্বাহ্ন | মার্চ ০১, ২০১৮

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ

গাইবান্ধায় গত ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ার মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দেলওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাপক তান্ডব চালায় জায়ামাত-শিবির। ওই উপজেলার বামনডাঙ্গার তদন্ত কেন্দ্রে ৪ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়।

এছাড়া ওইদিন গোটা বামনডাঙ্গায় জামায়াত-শিবির কর্মীরা ধ্বংসযজ্ঞ চালায়। ওই ঘটনার ৫ বছর অতিবাহিত হলেও দায়েরকৃত মামলার বিচার আজও শেষ হয়নি। ওইদিন বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা করে জামায়াত-শিবির কর্মীরা।

এসময় এক জিআরপি সদস্যসহ ৪ পুলিশ সদস্যকে সেখানে পিটিয়ে হত্যা করে উচ্ছশৃংখল জামায়াত-শিবির নেতাকর্মীরা। তারা সুন্দরগঞ্জ থানাতেও (পুলিশ স্টেশন) হামলা চালায়।

এ হামলায় যারা নিহত হয়েছেন তারা হচ্ছেন- রংপুরের পীরগাছা উপজেলার রহমতচর গ্রামের তোজাম্মেল হক, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কিশামত গোবধা গ্রামের হযরত আলী, বগুড়ার সোনাতলা উপজেলার ঠাকুরপাড়া গ্রামের বাবলু মিয়া ও গাইবান্ধার সাঘাটা উপজেলার খামার ধনারুহা গ্রামের নাজিম উদ্দিন।

জামায়াত-শিবির নেতাকর্মীরা সেদিন তান্ডব চলিয়েছে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়। সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি, প্রকৌশল অফিস, গোডাউন, নিহত এমপি লিটনের ইসলামশীপ বিল্ডার্স, সুন্দরগঞ্জ উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা বেগম কাকলীর বাড়িসহ বিভিন্ন স্থানে।

তৎকালীন সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক আবু হানিফ বাদি হয়ে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের জামায়াত দলীয় সাবেক এমপি ও যুদ্ধ অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামী মাওলানা আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজসহ ৮৯ জনের নাম উলে¬খ করে অজ্ঞাত ২ হাজার ৫০০ ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।

পরে হত্যা মামলায় আব্দুল আজিজসহ ২৩৫ জনের বিাংদ্ধে ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর চার্জশিট দাখিল করে পুলিশ।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম শফিক জানান, মামলার প্রধান আসামী আব্দুল আজিজের দ্রুত গ্রেফতার এবং জামায়ত-শিবিরের বিচার দাবী নিহতের স্বজন ও সাধারণ মানুষের।
আগামী ৪ মার্চ এ মামলার চার্জ গঠনের দিন ধার্য হয়েছে। ওইদিন চার্জ গঠন হলে পরবর্তীতে সাক্ষ্য গ্রহন শুরু হবে।

দেখা হয়েছে: 511
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪