|

ন্যাশনাল সার্ভিসের প্রথম ধাপের প্রশিক্ষণ সমাপ্ত

প্রকাশিতঃ ২:৪৭ পূর্বাহ্ন | মার্চ ০১, ২০১৮

আবু রাইহান, ত্রিশাল সংবাদদাতাঃ

ময়মনসিংহের ত্রিশালে সুষ্ঠু নিয়ম ও সঠিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে বুধবারে শেষ হয়েছে তিন মাসব্যাপী ন্যাশনাল সার্ভিসের প্রশিক্ষণ কর্মসূচির প্রথম পর্ব। কর্মসূচির বিষয়ে সঠিকভাবে প্রচারণা করে, তালিকাভুক্ত প্রশিক্ষকদের নিয়ে কম্পিউটার প্রশিক্ষণ সহ বিভিন্ন মৌলিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

ত্রিশালের বিভিন্ন ইউনিয়নের এক হাজার বেকার যুবকদের এই প্রশিক্ষণ দেন যুব উন্নয়ন সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ। ত্রিশাল উপজেলার নির্বাহী অফিসার আবু জাফর রিপনের দিকনির্দেশনায় প্রশিক্ষনের প্রধান সমন্বয়ক ছিলেন ত্রিশাল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জুলহাস হেলাল।

মঠবাড়ী ইউনিয়নের বেকার যুবক খোরশেদ আলম তুষার জানান, ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে সরকার আমাদের কাজ করার সুযোগ করে দিয়েছে, যা আমাদের বেকার সমাজের জন্য আশীর্বাদ।

আমিরাবাড়ী ইউনিয়নের বেকার যুবতী সানজিদা আক্তার জানান, সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানাই, এই প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন কিছু শিখতে পেরেছি। যা আমার কর্মজীবনে কাজে লাগবে।

যুব উন্নয়ন অফিসার আবু জুলহাস হেলাল জানান, আমরা প্রথম ধাপে দুই শিফটে তিন মাস ব্যাপী ত্রিশালের বিভিন্ন ইউনিয়নের এক হাজার বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম করে তুলেছি। আশা করি ত্রিশালে ন্যাশনাল সার্ভিসের আওতায় সকল বেকারদের আমরা কাজে নিয়োগ করে ত্রিশাল উপজেলা কে বেকার মুক্ত করতে পারব।

উল্লেখ্য যে, ২য় ধাপে বিভিন্ন ইউনিয়নে আরো এক হাজার বেকার যুবক-যুবতীদের একই স্থানে প্রশিক্ষণ শুরু হবে এক মার্চ থেকে ।

দেখা হয়েছে: 475
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪