|

প্রতারনার নতুন কৌশলঃ রাইস কয়েন

প্রকাশিতঃ ১:০১ পূর্বাহ্ন | জানুয়ারী ২৮, ২০১৮

অনলাইন বার্তাঃ
একজন স্বনামধন্য ব্যাবসায়ী ও ব্যাংকের মালিক এর সাথে এ প্রতারক গ্রুপের প্রথম পরিচয় হয় একটি একাউন্টিং সফটওয়ার কেনা নিয়ে। উক্ত ব্যাবসায়ী ও তার কাছের লোকজনের সাথে পরিচয় হবার সুবাদে তারা প্রতারনার প্লট সাজায়।

প্রথমে তারা তাদের কাছে অতী মুল্যবান একটি কয়েন আছে বলে জানায় ও তা নিরাপত্তার স্বার্থে কাউকে জানাতে নিষেধ করে। তারা বলে এটি অতি প্রাচীনকালে তৈরী প্রেসিয়াস মেটালের তৈরী একটি কয়েন। এই কয়েনটি যুক্তরাষ্ট্রের নাসা কোম্পানীর কাছে বিক্রি করতে পারলে কয়েকশ কোটি টাকায় বিক্রি করা যাবে। কিন্তু তারা এ কয়েনটি দেশের বাহিরে নিয়ে যেতে পারছে না।

এ কয়েনটি চাল-কে আকর্ষন করে ও তার উপরে চাল ফেললে ভাত হয়ে যায়। তারা এও জানায় যে,এটি বিক্রি করতে না পারলেও সমস্যা নেই। এর ক্ষমতা এত বেশি যে এটি যেকোন বালা-মুসিবত দূর করতে পারে ও এর মাধ্যমে ব্যাবসায়ের মন্দা দূরিভুত হয়।

পরবর্তিতে তারা এ কয়েনটি এনে তাদেরকে দেখায় ও তার ক্ষমতার পরিক্ষাও দেয়। আসলে এগুলো তারা সবই হাত সাফাই এর মাধ্যমে করে থাকে। তারা কাস্টমারদেরকে কয়েনটি যে মূল্যবান তা পরীক্ষার রিপোর্ট দেখায় যে, এটা অতি মূল্যবান পদার্থের তৈরী। কিন্তু বাস্তবে এই রিপোর্টটি প্রতারক চক্রের নিজেদের তৈরী করা ভুয়া একটি রিপোর্ট। আর এভাবে করেই তারা এ ব্যাবসায়ীকে ফাদে ফেলে।

এভাবে ধনিক শ্রেনীর লোকজন এই প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে তাদের মোটা অংকের টাকা দিয়ে ক্রয় করে। পরে যাঁচাই বাছাই করে দেখে যে, নিছক লোহার তৈরী একটি কয়েন।

অভিযোগ প্রাপ্তির পরে সিআইডির অর্গানাইজড ক্রাইমের একটি টিম অভিযান চালিয়ে এর মূল হোতা মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা(৫০), পিতা: মৃত-সফিউদ্দিন মোল্লা। সাং বানিসর, থানা: মান্দা, জেলা: নওগাঁ, বর্তমানে-ফ্ল্যাট নং বি-৫, বাড়ি নং-৩/১১, ব্লক-এফ, লালমাটিয়া, থানা: মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে এর সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে ও অপরাপর সহযোগীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে।

প্রতারনার মাধ্যমে প্রাপ্ত এ অর্থে আসামীগন দীর্ঘদিন রাজসিক জীবন জাপন করেছে। মোহম্মদপুর এলাকায় তার ফ্লাটের মাসিক ভাড়া প্রায় ৪৫ হাজার টাকা, ব্যাংকে ২৫ লাখ টাকার এফডিআর সহ রয়েছে বিপুল পরিমানে স্থাবর ও অস্থাবর সম্পত্তি।

২ সন্তানকে স্কলাষ্টিকার মত ব্যায়বহুল শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করানো সহ দেশের বাইরে পরিবার সহ তার ভ্রমন রয়েছে বহুবার। তথ্যটি বেশি বেশি শেয়ার করে সবাই কে জানতে, আসামীদের আরও তথ্য পেতে ও জনগনকে সচেতন হতে সহযোগীতা করুন।

 

দেখা হয়েছে: 1109
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪