|

বর্তমান সরকার নারীদের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে:শাহরিয়ার আলম

প্রকাশিতঃ ১:১৩ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ২৫, ২০১৮

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
বর্তমান সরকার নারী বান্ধব নীতিতে বিশ্বাসী দেশের নারীদের স্বাবলম্বী করে তুলতে কাজ করে যাচ্ছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নারীদের আত্মনির্ভর শীল করতেই সরকারের মাধ্যমে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।

নারীদের আর কারো মুখাপেক্ষী হতে হবেনা। জননেত্রী শেখ হাসিনা সচ্ছতার সাথে রাজনীতি করে তাই তৃনমুলের নারীদের ভাগ্যোন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। জনগনের ভালবাসা পেতে হলে দেশের উন্নয়ন মুলক কাজ করতে হবে।

শনিবার দুপুরে চারঘাট উপজেলার ৬টি ইউনিয়নে রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোড মেইনটেনেন্স কর্মসূচি প্রকল্পের ২য় পর্যায়ে নিয়োজিত দুঃস্ত মহিলা কর্মীদের মাঝে সার্টিফিকেট ও সঞ্চয়ী অর্থ ফেরত প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি এসব কথা বলেন।

নির্বাহী অফিসার আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশল অধিদপ্তর রাজশাহীর নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা, উপজেলা আ.লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, পৌর আ.লীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক একরামুল হক, উপজেলা প্রকৌশলী মোজাহার আলী, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান, চারঘাট ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, ও জেলা আ.লীগের সদস্য সাইফুল ইসলাম বাদশা।

সবশেষে উপজেলার ৬টি ইউনিয়নের ৫৯ জন দুঃস্থ মহিলা কর্মীদের প্রত্যেককে ৩৬ হাজার ৭৬১ টাকার চেক ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

দেখা হয়েছে: 441
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪