|

তানোরে ইয়াবাসহ ফের চেয়ারম্যান পুত্র আটক, অতঃপর ছাড়

প্রকাশিতঃ ২:২৯ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১৭, ২০১৮

সারোয়ার হোসেন,তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডলের পুত্র নাজমুল হক ও তাঁর বন্ধু সোহাগ আলীকে মাস পার না হতে আবারো ইয়াবাসহ আটক করা হলেও চেয়ারম্যান পুত্রকে ছেড়ে দেয়া হয়েছে।

এমন চাঞ্চল্যকর আটকের ঘটনাটি ঘটেছে গত বুধবার দুপুর ২টার সময় তানোর পৌর সদর এলাকার ডাকবাংলো মাঠে। আটককৃতরা হলেন চেয়ারম্যান আব্দুল মতিনের পুত্র কৃষ্ণপুর গ্রাামের নাজমুল হক(২৭)। অন্যজন একই গ্রামের সাহাতুলের পুত্র সোহাগ আলী(২৫)।

এ ঘটনায় ইয়াবাসহ ২জনকে আটক করা হলেও রহস্য জনক কারনে কারাগারে পাঠানো হয় ১জনকে। আর চেয়ারম্যান মতিনের পুত্র নাজমুলকে ছেড়ে দেয়া হয়।

এদিকে চেয়ারম্যান পুত্র হওয়ায় তাকে কারাগারে না পাঠিয়ে ছেড়ে দেয়ার ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে শুরু হয় ব্যাপক তোলপাড় ও পুলিশের ভূমিকা নিয়ে জনসাধারণের মধ্যে দেখা দিয়েছে মিশ্রপ্রতিক্রিয়া।

জানা গেছে, চলতি মাসের ১৪ ফেব্রুয়ারি বুধবার দুপুর ২টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রাম থেকে ইয়াবা সেবনের জন্য তানোর পৌর এলাকার ঠাকুরপুকুর গ্রামে আসেন সোহাগ ও চেয়ারম্যান পুত্র নাজমুল হক। তাঁরা ডিসকভার ১৩৫ সিসির গাড়িতে করে আসেন। তাঁরা ঠাকুরপুকুর থেকে ইয়াবা নিয়ে সেবনের জন্য ডাকবাংলো মাঠের দিকে যাচ্ছিল ।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাইফুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ডাকবাংলো মাঠে অভিযান চালান। অভিযানের এক পর্যায়ে সোহাগ নামের মাদক সেবীকে আটক করেন ।

এসআই সাইফুল জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহাগ কে আটক করে তার দেহ তল্লাসি চালিয়ে ১০পিচ ইয়াবা উদ্ধার করেন পুলিশ। সেখানে নাকি মতিন চেয়ারম্যানের ছেলেকে আটক করে ছেড়ে দেয়া হয়েছে এবিষয়ে জানতে চাইলে এসআই সাইফুল ইসলাম জানান আমরা শুধু সোহাগ নামের ছেলেটিকে আটক করেছি এমন সংবাদ মিথ্যা।

তবে একাধিক প্রত্যাক্ষদর্শী জানান, চলতি মাসের ১৪ ফেব্রুয়ারি বুধবার দুই জনকে আটক করে পুলিশ। একটু পরেই ১জন কে ছেড়ে দেন।

বিষয়টি নিয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন আটককৃত সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালের দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

দেখা হয়েছে: 415
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪