|

বট গাছের কান্না !

প্রকাশিতঃ ৪:৪২ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৪, ২০১৮

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে বহু স্মৃতি বিজরিত, কালের সাক্ষী ও প্রায় ৩০০ বছরে পুরাতন এই অঞ্চলের সর্ববৃহত বট গাছের ডালপালা কাটার অভিযোগ উঠেছে।

জানা গেছে, চলতি বছরের ৩রা ফেব্ররুয়ারী শনিবার তানোর পৌর সদরের শীবতলা (হিন্দুপাড়া) গ্রামের মন্দিরের নেতারা মন্দীর উন্নয়নের নামে এই বট গাছের ডালপালা কেটে বিক্রি করেছেন।

এদিকে ঐতিহ্যবাহী ও স্মৃতি বিজরিত ওই বট গাছ কাটার খবর ছড়িয়ে পড়লে খোদ মন্দীর কমিটির সদস্য ও সনাতন ধর্মালম্বীদের মধ্যেই চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে উঠেছে সমালোচনার ঝড়। তাদের দাবি মন্দিরের উন্নয়নে এমন কালের স্বাক্ষী বট গাছ না কেটেও বিকল্প পন্থায় করা যেতো।

স্থানীয় সূত্রে জানা গেছে, তানোর পৌর সদরের শিবতলা (হিন্দুপাড়া) গ্রামে অবস্থিত ওই বটগাছ ঘিরে শিবতলা মন্দির গড়ে উঠেছে। বরেন্দ্র অঞ্চলের সব চাইতে পুরাতন প্রায় ৩০০ বছর বয়সী ওই বটগাছ দেখতে বহু দুর-দূরান্ত থেকে অনেকেই ছুটে আসে। কালের সাক্ষী স্মৃতি বিজরিত ওই বটগাছ ঘিরে অনেক রুপ কথার প্রচলন রয়েছে। বৃটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান স্বাধীনতা যুদ্ধ বহু ইতিহাসের স্বাক্ষী হয়ে রয়েছে ওই বটগাছ।

এছাড়াও পাখিদের নিরাপদ আশ্রয় স্থল ছিল এই বটগাছ এখানো শত শত বাদুড়সহ বিভিন্ন পাখির আবাসস্থল হিসেবেই এই বটগাছ পরিচিত। স্থানীয় অধিবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল ইতিহাস ও কালের স্বাক্ষী হিসেবে বটগাছটি সংরক্ষণ করা। কিন্তু মন্দীর কমিটির নেতারা মন্দীরের উন্নয়নের নামে এমন কালের স্বাক্ষী বটগাছের ডালপালা কেটে বিক্রি করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান,সনাতন ধর্মালম্বী বয়োজৈষ্ঠদের কাছে দেবতা সমতুল্য এই বট গাছের ডালাপালা কাটার সময় বয়োজৈষ্ঠ অনেক নারী-পুরুষকে কাঁদতে দেখা গেছে। আবার অনেকে বাধা দিয়েও শেষ রক্ষা করতে পারেনি।

এবিষয়ে জানতে চাইলে শিবতলা মন্দীর কমিটির সভাপতি সাগর চন্দ্র অধিকারী বলেন, মন্দিরের উন্নয়নের জন্য গ্রামবাসির অনুমতি নিয়ে বট গাছের ডালপালা কেটে বিক্রি করা হয়েছে, এখানে অনুপতির প্রশ্ন আসছে কেনো।

তানোর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, প্রায় তিনশত বছরের কালের স্বাক্ষী এমন গাছ কোনো সুস্থ মস্তিস্কের মানুষ কাটতে পারে সেটা ভাবতেই অবাক লাগছে। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ শওকাত আলীর ব্যক্তিগত মোবাইলে ফোন দেয়া হলেও তিনি রিসিভ না করায় তারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এব্যাপারে রাজশাহী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ব্যতিত এমন গাছ কাটা অনৈতিক।

দেখা হয়েছে: 603
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪