|

বিশ্বের সবচেয়ে ধনী ১০ লেখক

প্রকাশিতঃ ১:৩৯ পূর্বাহ্ন | মার্চ ০২, ২০১৮

জে কে রাউলিং

জে কে রাউলিং [ ১ বিলিয়ন ডলার]

বিশ্বের ধনী লেখক হিসেবে ফোর্বস ম্যাগাজিনের তালিকায় শীর্ষে আছেন হ্যারি পটারখ্যাত লেখিকা জে কে রাউলিং। তিনি ২০১৬ সালে ৯৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেন।

হ্যারি পটার অ্যান্ড দ্য কার্সড চাইল্ড বইটির জন্য প্রচুর পরিমাণে টাকা আয় করেন তিনি। বইটি ২০১৬ সালের সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় শীর্ষস্থান দখল করেছিল।

তা ছাড়া হ্যারি পটারের জন্য ইউনিভার্সাল স্টুডিও, ফ্যান্টাস্টিক বিস্টস এবং হোয়ার টু ফাইন্ড দেম সিনেমা দুটির জন্যও নগদ অর্থ পেয়েছেন রাউলিং। ১৯৯৯ সাল থেকে এ পর্যন্ত অন্তত তিনবার ধনী লেখকের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন এই কল্পকাহিনী লেখক।

বিশ্বজুড়ে হ্যারি পটারের সিরিজগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রায় এক দশক পর আবারও শীর্ষ ধনী লেখক হওয়ার কৃতিত্ব অর্জন করেন জে কে রাউলিং। শীর্ষ ধনী লেখকের তালিকায় জেমস পেটারসন, আর আর মার্টিন এবং জন গ্রিশাম, ড্যানিয়েল স্টিলের মতো লেখকদের পেছনে ফেলেছেন তিনি।

 

স্টিভেন কিং

স্টিভেন কিং [৪০০ মিলিয়ন ডলার]

স্টিভেন এডউইন কিং বিশ্বের মধ্যে অন্যতম ধনী একজন মার্কিন লেখক। তিনি জন্মগ্রহণ করেন ১৯৪৭ সালের ২১ সেপ্টেম্বর।

তিনি সব ধরনের লেখা লিখলেও মূলত তার হরর গল্প ও উপন্যাসের জন্য বেশি বিখ্যাত হয়েছেন। বিশ্বজুড়ে তার বই বিক্রিও হয়েছে প্রচুর পরিমাণে। তার মোট বিক্রিত বইয়ের পরিমাণ ৩৫ কোটি কপির বেশি। তিনি ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বুক ফাউন্ডেশন মেডেল পান।

এ ছাড়াও তিনি ব্রাম স্টোকার অ্যাওয়ার্ডস, ওয়ার্ল্ড ফ্যান্টাসি অ্যাওয়ার্ডস, ব্রিটিশ ফ্যান্টাসি সোসাইটি অ্যাওয়ার্ডস লাভ করেন। তার অনেক বই থেকে চলচ্চিত্র, টিভি সিরিজ, মিনি সিরিজ, কমিকস নির্মিত হয়েছে। তার লেখা বিখ্যাত দুটি ছোটগল্প হচ্ছে ১৯৮২ প্রকাশিত অ্যাপ্ট পিউপিল, ২০০২ সালে প্রকাশিত ১৪০৮ অল দ্যাট ইউ লাভ উইল বি ক্যারিড অ্যাওয়ে।

আর বিখ্যাত উপন্যাসগুলো হলো— ক্যারি, দ্য শাইনিং ইট, দ্য ডার্ক টাওয়ার, রিটা হেওয়ার্থ অ্যান্ড শশাঙ্ক রিডেম্পশন, আন্ডার দ্য ডোম, দ্য বডি।

ড্যান ব্রাউন

ড্যান ব্রাউন [১৬০ মিলিয়ন ডলার]

ড্যান ব্রাউন বিশ্বজুড়ে অসম্ভব জনপ্রিয় মার্কিন থ্রিলার লেখক। ১৯৬৪ সালের ২২ জুন জন্মগ্রহণ করেন এই কলম জাদুকর। তার বেশির ভাগ উপন্যাসই ঐতিহাসিক প্রেক্ষাপটের ওপর নিজের কল্পনা মিশ্রিত। তিনি বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন দ্য ভিঞ্চি কোড বইটি লিখে। ২০০৩ সালে এই বইটি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছিল।

এ পর্যন্ত তার লেখা বই বিশ্বের ৫২টি ভাষায় অনূদিত হয়েছে এবং ২০ কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে। টাইম ম্যাগাজিনের বিচারে পৃথিবীর প্রভাবশালী ১০০ ব্যক্তির অন্যতম তিনি। তার লেখা উল্লেখযোগ্য বই হলো ডিজিটাল ফোর্টট্রেস, ডিসেপশন পয়েন্ট, দ্য ভিঞ্চি কোড, অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমন্স, দ্য লস্ট সিম্বল ও ইনফার্নো। তার গল্পের গতি এবং বাঁক সত্যিই পাঠককে মুগ্ধ করে। বিস্মিত হয়ে উপভোগ করতে হয় তার বইগুলো।

এত চমত্কার ব্যাখ্যার সঙ্গে গল্পের রোমাঞ্চকর অভিজ্ঞতায় পাঠক যেমন অপার আনন্দ লাভ করেন, তেমনি পাঠকের জ্ঞানের ঝুলিও ক্রমান্বয়ে বাড়তে থাকে। তার ভাষাশৈলী দিয়ে পাঠকদের তিনি পথ দেখিয়ে এসেছেন।

জন গ্রিশাম

জন গ্রিশাম

জন গ্রিশাম [২০০ মিলিয়ন ডলার]

জন গ্রিশাম লিগ্যালকে বলা হয় থ্রিলার ফিকশনের রাজা। কোনো সন্দেহ নেই এতে। নব্বই দশক থেকে প্রতি বছরই একটি করে প্রকাশিত হওয়া গ্রিশামের বই নিউইয়র্ক টাইমস বেস্ট সেলার লিস্টে স্থান পেয়েছে। তাও আবার ১ বা ২ নম্বর অবস্থানে থেকেই।

নব্বইয়ের দশকে লেখক জন গ্রিশাম ক্যারিয়ারের চরম ফর্মে ছিলেন। এখন পর্যন্ত প্রকাশিত বিশটিরও বেশি থ্রিলারের সব বই ব্যাপক সমাদৃত হয়েছে। লেখকের ২০০০ সালের পর থেকে যেসব বই প্রকাশিত হয়েছে সেগুলো আগেরগুলোর মতো চমত্কার না হলেও কিন্তু বেশ উপভোগ্য।

নব্বই দশকের থ্রিলার লেখক বলতেই সবার আগে চলে আসে এই লেখকের নাম। প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত টানটান উত্তেজনার একটি অবিশ্বাস্য লেভেলের থ্রিলার জন গ্রিশামের দ্য পার্টনার। এটির মতো আরও অসাধারণ থ্রিলার রয়েছে এই লেখকের।

দ্য পার্টনারের চমত্কার কাহিনী ছাপিয়ে উঠে এসেছে কীভাবে অতি সূক্ষ্মভাবে একটি ক্রাইম করতে হয় এবং সেই ক্রাইম থেকে কীভাবে নিজেকে মুক্ত করতে হয়।

জেমস পেটারসন

জেমস পেটারসন

জেমস পেটারসন [৭০০ মিলিয়ন ডলার]

জেমস পেটারসন নামের সঙ্গে অনেকেই খুব বেশি পরিচিত নিশ্চয়। বিখ্যাত সাহিত্যিক জেমস পেটারসন রচিত অ্যালেক্স ক্রস সিরিজের বইগুলো প্রায় ২৫ বছর ধরে অত্যন্ত সফলতার সঙ্গে ব্যবসা করে আসছে। এর প্রত্যেকটি বইই সব সময় বেস্ট সেলার হয়ে এসেছে।

তবে এর মধ্যে অ্যালং কেম এ স্পাইডার-এর কথা না বললেই নয়। এর কাহিনীতে দেখা যায়, এক নিখোঁজ মেয়ে, নাম ম্যাগি রোজি। যার বাবা-মা নৃশংসভাবে খুন হন। কিন্তু খুনি থাকেন প্রাথমিক স্কুলের এক সাধারণ শিক্ষক, যে কিনা নিজেকে অতি বুদ্ধিমান মনে করেন।

তিনি একের পর এক খুন করেই যান। এই খুনিকে খুঁজতে বের হন বিখ্যাত গোয়েন্দা অ্যালেক্স ক্রস। এরপরই ঘটতে থাকে নানা রোমহর্ষক ঘটনা। ১৯৪৭ সালের ২২ মার্চ এই জেমস পেটারসন জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স প্রায় ৭১ বছর।

তিনি প্রতিদিন ভোরে উঠে লিখতে পছন্দ করেন। তার লেখনীর শক্তি অসাধারণ এ কথা বলাই বাহুল্য। থ্রিলার, রহস্য উপন্যাস, রোমান্স ইত্যাদি নানা রকম লেখায় তিনি ইতিমধ্যে কিংবদন্তি।

ই এল জেমস

ই এল জেমস

ই এল জেমস [১২৫ মিলিয়ন ডলার]

ব্রিটেনে যৌনতানির্ভর উপন্যাসের অনন্য রেকর্ড করে একটি উপন্যাস। মাত্র ১১ সপ্তাহে দশ লাখ কপি বিক্রি করে ব্রিটেনের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে উপন্যাসটি। যার নাম ফিফটি শেডস অব গ্রে। বইটির লেখক ই এল জেমস। এই সময়ের অন্যতম একজন ধনী লেখক।

এ বইয়ের মাধ্যমেই ই এল জেমস বিশ্বের সেরা ধনীর তালিকায় প্রবেশ করেন। বইটির বিষয়বস্তু যৌনতা। ফিফটি শেডস অব গ্রে বইয়ের পাতায় পাতায় রয়েছে টানটান উত্তেজনা। ব্যবসায়ী ক্রিস্টিয়ানো গ্রের সঙ্গে সাহিত্যের ছাত্রী অ্যানাস্টাসিয়া স্টিলের প্রেমের গল্প নিয়ে রচিত হয়েছে এই উপন্যাসটি।

বহুল বিক্রিত এই উপন্যাসটির অপর দুটি সিকুয়েন্স হচ্ছে ‘ফিফটি শেডস ডার্কার’ আর ‘ফিফটি শেডস ফ্রিড’। এই তিনটি বই মিলে একটি রেকর্ড করেছে তা হলো, এক সপ্তাহে এই সিরিজের তিনটি বইয়ের মোট সাড়ে আট লাখ কপি বিক্রি হয়েছে। এই সিরিজ নিয়ে তৈরি চলচ্চিত্রটিও বিশ্বজুড়ে ব্যাপক সাড়া জাগিয়েছে। এটি বানিয়েছে চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ইউনিভার্সাল।

ড্যানিয়েল স্টিল

ড্যানিয়েল স্টিল

ড্যানিয়েল স্টিল [৩৭৫ মিলিয়ন ডলার]

ড্যানিয়েল স্টিল একজন আমেরিকান ঔপন্যাসিক। এই নামেই তিনি বিশ্বজুড়ে পরিচিত। তার আসল নাম ড্যানিয়েল ফার্নান্দেজ ডমিনিকিউ স্টুয়েলিয়েন স্টিল। তিনি বিশ্বের অন্য একজন ধনী লেখক।

তার জন্ম আমেরিকার নিউইয়র্ক সিটিতে ১৯৪৭ সালের ১৪ আগস্ট। তার বাবা জার্মান, মা পর্তুগিজ। ড্যানিয়েলের শৈশব কেটেছে ফ্রান্সে। কিশোরী বয়স থেকেই লেখালেখির সঙ্গে জড়িত এই লেখক। তখন থেকেই কবিতা লেখার হাতেখড়ি।

তিনি সাহিত্য ডিজাইন ও ফ্যাশন ডিজাইনের ওপর পড়াশোনা করেন। তিনি পারসন স্কুল অব ডিজাইনে ১৯৬৩ সালে এবং নিউইয়র্ক ইউনিভার্সিটিতে ১৯৬৩ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত শিক্ষা লাভ করেন। সম্প্রতি তিনি বেস্ট সেলিং লেখকের তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন।

তার লেখা বই ৮০০ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে। এই বই থেকে তার আয় ২৫ মিলিয়ন মার্কিন ডলার। তার প্রথম উপন্যাস গোয়িং হোম প্রকাশিত হয় ১৯৭৩ সালে। তার উপন্যাসের সংখ্যা ৯৫। বিশ্বের ৪৭টি দেশে ২৮টি ভাষায় তার লেখা অনূদিত হয়েছে।

ভেরোনিকা রথ

ভেরোনিকা রথ

ভেরোনিকা রথ [৩০ মিলিয়ন ডলার]

মাত্র ২৬ বছর বয়সেই লেখক ভেরোনিকা রথ ফোর্বসের শীর্ষ তালিকায় ধনী লেখক হিসেবে নিজের স্থান করে নিয়েছেন। তিনি জার্মান এবং পোলিশ বংশোদ্ভূত। বর্তমানে তার বয়স ২৯।

জনপ্রিয়তার তুঙ্গে থাকা এ লেখকের বর্তমান আয় ৩০ মিলিয়ন মার্কিন ডলার বা ১৯৪ কোটি টাকা প্রায়। তার জনপ্রিয় বই ‘ট্রিলোজি ডিভারজেন্ট’ থেকে তিনি আয় করেন ৩ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার।

আর তার লেখা থেকে তৈরি ইনসারজেন্ট চলচ্চিত্রটি সারা বিশ্ব থেকে আয় করে ২৯৫ মিলিয়ন ডলার। ভেরোনিকা রথ একজন আমেরিকান ঔপন্যাসিক। তিনি ছোটগল্পকার হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন। ২০১১ সালের এপ্রিলে তার প্রথম উপন্যাস ডিভারজেন্ট প্রকাশিত হয়।

তার লেখা দুটি সেরা ছোটগল্প ‘দ্য সান’ এবং ‘দ্য ট্রেইটর’-এ ২০১৪ সালের জুলাই মাসে প্রকাশিত হয়। তার তৃতীয় বই এলিগিয়ান্ট শিরোনামে দুটি চলচ্চিত্র মুক্তি পায়। এলিগিয়ান্ট পার্ট ওয়ান ২০১৬ সালে এবং এলিগিয়ান্ট পার্ট টু ২০১৭ সালের ২৪ মার্চ মুক্তি পায়।

পলা হকিন্স

পলা হকিন্স

পলা হকিন্স [১২০ মিলিয়ন ডলার]

পৃথিবীতে অনেকে যেমন দুর্ভাগ্য নিয়ে জন্মান, তেমনি অনেকে সৌভাগ্য নিয়েও জন্মান। ব্রিটিশ লেখক পলা হকিন্স সৌভাগ্যবানদের একজন। বিশ্বের সেরা ধনী লেখকদের তালিকায় রয়েছে পলা হকিন্সের নাম।

ফোর্বস সাময়িকীতে প্রকাশিত বিশ্বের সবচেয়ে ধনী লেখকের তালিকায় স্থান পেয়েছেন তিনি। ব্রিটিশ ঔপন্যাসিক পলার জন্ম ও বেড়ে ওঠা বর্তমান জিম্বাবুয়ের হারারেতে। তিনি লন্ডন ও অক্সফোর্ডে পড়াশোনা করেন। বর্তমানে বসবাস করছেন সাউথ লন্ডনে। ফোর্বস-এর তথ্যানুযায়ী পলা হকিন্সের দ্য গার্ল অন দ্য ট্রেন উপন্যাসটি এ পর্যন্ত বিশ্বব্যাপী ১ কোটি ২০ লাখ কপির বেশি বিক্রি হয়েছে।

তার নতুন উপন্যাস ইনটু দ্য ওয়াটার বাজারে আসার সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে হৈচৈ পড়ে যায়। উপন্যাস দুটি প্রসঙ্গে এই লেখক বলেন, দুটি উপন্যাসই মনস্তাত্ত্বিক সাসপেন্স উপন্যাস।

তারপরও একটি অপরটি থেকে খুব ভিন্ন, কারণ ইনটু দ্য ওয়াটার অনেক বেশি মৌলিক। গল্পটি একাধিক দৃষ্টিকোণ থেকে বর্ণনা করা হয়েছে, তারপরও আমার এ গল্পে অনেক বেশি চরিত্র আছে।

জ্যাকি কলিন্স

জ্যাকি কলিন্স

জ্যাকি কলিন্স [১৮৫ মিলিয়ন ডলার]

বিখ্যাত ঔপন্যাসিক জ্যাকি কলিন্স। তিনিও বিশ্বের ধনী লেখকদের মধ্যে অন্যতম। ২০১৫ সালে ৭৭ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু এখনো তার বইগুলো বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। মৃত্যুর আগে দীর্ঘ সাত বছর স্তন ক্যান্সারে ভুগছিলেন তিনি।

কিংবদন্তি এই লেখক জীবনের শেষ কয়েকটি দিন লস অ্যাঞ্জেলেসের বাসভবনেই ছিলেন। তার বোন জোয়ান কলিন্স একজন বিখ্যাত অভিনেত্রী। জোয়ান কলিন্স বলেন, জ্যাকির মৃত্যুর খবরে আমি একদম ভেঙে পড়েছি। ও আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল।

জ্যাকি স্কুলে পড়ার সময়ই লিখতে শুরু করেন। তার প্রথম উপন্যাস দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অব ম্যারেড ম্যান প্রকাশিত হয় ১৯৬৮ সালে। প্রথম বই দিয়েই বাজিমাত করেছিলেন এই লেখক।

বইটি বেস্ট সেলার হয়েছিল তখন। সেই থেকে মৃত্যুর আগ পর্যন্ত দুই হাত ভরে লিখে গেছেন জ্যাকি। তার রচিত ৩২টি উপন্যাস নিউইয়র্ক টাইমসের বেস্ট সেলার তালিকায় স্থান পেয়েছে। দুবার বিয়ে করেছিলেন জ্যাকি। তার তিন মেয়ে রয়েছে।

দেখা হয়েছে: 511
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪